কেরালার (Kerala) ত্রিশুরে (Thrissur) অবস্থিত এক আশ্রমের মহারাজকে মাইকে নাম-জপ এবং প্রার্থনা প্রচার বন্ধ করার হুমকি দিলো অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। আতঙ্কিত ওই সন্ন্যাসী ইতিমধ্যেই পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছেন। গতকাল ৩রা মে এই ঘটনা ঘটে।
জানা গিয়েছে, ত্রিশুর জেলার ভাড়েক্কেকড় থানার অন্তর্গত পেরিয়ামবালাম গ্রামে অবস্থিত স্বামী কৃষ্ণানন্দ আশ্রম। আশ্রমের মন্দিরে প্রতিদিন নাম-জপ এবং পূজা ও প্রার্থনা হয়। আশ্রমে থাকা মাইকে সেই নাম-জপ ও প্রার্থনা প্রচার করা হয়। কিন্তু গতকাল সকালে দুই যুবক বাইকে করে আসে এবং আশ্রমের লোকজনকে মাইক বন্ধ রাখার হুমকি দিয়ে যায় বলে জানিয়েছেন আশ্রমের সম্পাদক স্বামী সাধু কৃষ্ণানন্দ সরস্বতী। আশ্রমের সম্পাদকের সঙ্গে হিন্দু ভয়েসের তরফে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি আমাদের প্রতিনিধিকে বলেন যে, তিনি ওই দুই যুবকের পরিচয় জানতে পারেননি। পাশাপাশি তিনি বলেন যে ওই দুই যুবক আশ্রমের মাইক বন্ধ রাখার হুমকি দিয়ে যায় এবং বলে যে মাইকে নাম-জপ প্রচারে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। প্রসঙ্গত, ভাড়েক্কেকড় এলাকা মুসলিম অধ্যুষিত এবং এলাকায় হিন্দুরা।বর্তমানে সংখ্যালঘু।
তারপরেই থানায় অভিযোগ দায়ের করেছেন স্বামী সাধু কৃষ্ণানন্দ সরস্বতী (Swami Sadhu Krishnananda Saraswati)। তিনি পুলিসে দায়ের করা অভিযোগে তিনি বলেছেন যে দীর্ঘদিন এলাকায় আশ্রম রয়েছে এবং মাইকে নাম-জপ প্রচার হচ্ছে। কিন্তু হঠাৎ এই হুমকিতে তিনি আতঙ্কিত। পাশাপাশি তিনি পুলিশের কাছে ওই ব্যক্তিদের শাস্তির দাবি করেছেন যারা এলাকার সম্প্রীতির পরিবেশ নষ্ট করার চেষ্টা চালাচ্ছেন।