সংক্রমণ ঠেকানোই যাচ্ছে না। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ভারতে (india)রীতিমতো শক্ত কামড় বসাচ্ছে করোনাভাইরাস(corona virus)। বিগত ২৪ ঘন্টার মধ্যেই ভারতে করোনাভাইরাসে প্রাণ হারালেন আরও ৭২ জন, এই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৫৫৩ জন। ফলে ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১৩৭৩ এবং সংক্রমিত ৪২,৫৩৩ জন। ইতিমধ্যেই ভারতে করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ১১,৭০৭ জন।
সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৪২,৫৩৩ জন (‘অ্যাক্টিভ’ করোনা রোগী ২৯,৪৫৩)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৭৩। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ২৯,৪৫৩ জন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ১৩৭৩ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৩৩ জনের মৃত্যু হয়েছে, অসমে একজনের, বিহারে ৪ জনের, দিল্লিতে ৬৪ জনের, গুজরাটে ২৯০ জনের, হরিয়ানায় ৫ জনের, হিমাচল প্রদেশে একজনের, জম্মু-কাশ্মীরে ৮ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের, কর্ণাটকে ২৫ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৪ জন, মধ্যপ্রদেশে ১৫৬ জন, মহারাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় একজনের, পঞ্জাবে ২১ জন, রাজস্থানে ৭১ জনের, তামিলনাড়ুতে ৩০ জন, তেলেঙ্গানায় ২৯ জন, উত্তর প্রদেশে ৪৩ জন এবং পশ্চিমবঙ্গে ৩৫ জন প্রাণ হারিয়েছেন।মৃত্যু ও সংক্রমণ উভয় দিক থেকেই রেকর্ড গড়ে চলেছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে সোমবার সকাল আটটা পর্যন্ত করোনা-আক্রান্তের সংখ্যা ১২,৯৭৪, দিল্লিতে ৪,৫৪৮, তামিলনাড়ুতে ৩০২৩, অন্ধ্রপ্রদেশে ১৫৮৩ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জন, অরুণাচল প্রদেশে একজন, অসমে ৪৩ জন, বিহারে ৫০৩ জন, চন্ডীগড়ে ৯৪ জন, ছত্তিশগড়ে ৫৭ জন, গোয়ায় ৭ জন (প্রত্যেককেই সুস্থ), গুজরাটে ৫,৪২৮ জন, হরিয়ানায় ৪৪২ জন, হিমাচল প্রদেশে ৪০ জন, জম্মু-কাশ্মীরে ৭০১ জন, ঝাড়খণ্ডে ১১৫ জন, কেরলে ৫০০, কর্ণাটকে সংক্রমিত ৬১৪ জন, লাদাখে ৪১ জন, মধ্যপ্রদেশে ২৮৪৬ জন, মণিপুরে দু’জন (উইয়েই সুস্থ), মেঘালয় ১২ জন, মিজোরামে একজন, ওডিশায় ১৬২ জন, পুদুচেরিতে ৮ জন, পঞ্জাবে ১১০২ জন, রাজস্থানে ২৮৮৬ জন, তেলেঙ্গানায় ১০৮২ জন, ত্রিপুরায় দু’জন, উত্তরাখণ্ডে ৬০ জন, উত্তর প্রদেশে ২৬৪৫ এবং পশ্চিমবঙ্গে ৯৬৩ জন।
2020-05-04