বিগত
২৪ ঘন্টায় গোটা দেশে করোনায়
নতুন করে আক্রান্ত ২৬৪৪। নিহত
৮৩ জন। সব
মিলিয়ে মারণ এই রোগে
আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে
৩৯৯৮০। নিহত
১৩০১। রবিবার
সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে জারি করা
বিবৃতিতে এমনই তথ্য দেওয়া
হয়েছে। আশার
খবর এই যে সুস্থ
হয়ে বাড়ি ফিরে গিয়েছে
১০৬৩৩ জন ।
করোনায়
সব থেকে খারাপ অবস্থা
মহারাষ্ট্রের সেখানে
আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে
১২২৯৬।নিহত
৫২১ জন সুস্থ
হয়ে বাড়ি ফিরে গিয়েছে
৫২১ ভয়াবহতার
নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট
সেখানে আক্রান্তের সংখ্যা ৫০৫৪।
নিহত ২৬২ সুস্থ
হয়েছে ৮৯৬।পিছিয়ে
নেই দিল্লিও সেখানে আক্রান্তের সংখ্যা
বেড়ে ৪১২২।১২৫৬
জন সুস্থ হয়েছে।
৬৪ জন মারা গিয়েছে রাজস্থানে
আক্রান্ত ২৭৭০ এবং মধ্য
প্রদেশে এই সংখ্যাটা ২৮৪৬। দক্ষিণের
তামিলনাড়ুতে আক্রান্ত বেড়ে ২৭৫৭। ১৩৪১
জন সুস্থ হয়েছে।