করোনা যোদ্ধাদের রাজস্থানে অভিনব উপায়ে শ্রদ্ধা জানাল ভারতীয় বায়ুসেনা। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের কুর্নিশ জানাতে আকাশ থেকে পুষ্পবৃষ্টি করল বায়ুসেনা।করোনা যোদ্ধাদের স্মরণে বায়ুসেনার তিনটি সুখই ৩০ এম কে আই বিমান জয়পুরের বিধানসভা ভবনের উপর দিয়ে ফ্লাইপাস্ট করে যায়। শহরের এসএমএস হাসপাতাল এবং রাজস্থান ইউনিভার্সিটি অফ হেলথ সাইন্স হাসপাতালে ওপর পুষ্পবৃষ্টি করা হয় বায়ুসেনার দুটি এমআই ১৭ হেলিকপ্টার থেকে। বায়ুসেনা তরফ থেকে এই কর্মসূচি যখন গ্রহণ করা হচ্ছে তখন এসএমএস হাসপাতালে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রত রঘু শর্মা, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব রোহিত কুমার সিংহ (Rohit Kumar Singh) সহ চিকিৎসক ও নার্সরা। উল্লেখ করা যেতে পারে, শুক্রবার চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ঘোষণা করেছিলেন যে রবিবার অর্থাৎ আজকে তিন বাহিনীর তরফ থেকে করোনা যোদ্ধাদের অভিনব উপায়ে শ্রদ্ধা জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.