উদ্বেগ বাড়িয়ে ভারতের করোনা ভাইরাসে সংখ্যা ছুঁলো ৪০ হাজার। গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড ১৯-এ (Covid 19) আক্রান্তের সংখ্যা বাড়ল ২৬৪৪। রবিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৯,৯৮০। তার মধ্যে মৃত্যু হয়েছে ১,৩০১ জনের। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ৮৩ জন মারা গিয়েছেন। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৮২ জন। এই মুহূর্তে দেশে করোনা সংক্রমণ থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ১০,৬৩৩। বর্তমানে ভারতে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৮,০৪৬।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত ভারতে (india)করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৭,৭৭৬। করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১২২৩ জনের। সুস্থ হয়ে উঠেছিল ১০,০১৮ জন। দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ২৬,৫৩৫। কিন্তু, রবিবার সকালে সেই সংখ্যা বেড়ে গেল দেড় হাজার। যা নিয়ে উদ্বেগে স্বাস্থ্য মন্ত্রণালয়।