কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। শনিবার ভোর থেকে পুলওয়ামা জেলার ডাঙ্গেরপোরা এলাকায় সুরক্ষা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে শুরু হয় গুলির লড়াই। শেষ পাওয়া খবর অনুযায়ী, সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন জঙ্গি। ওই এলাকায় আরও বেশ কয়েকজন জঙ্গি এখনও লুকিয়ে রয়েছে।
জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় পুলওয়ামা জেলার ডাঙ্গেরপোরা এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি। এই খবর পাওয়ার পরই অভিযান চালায় সুরক্ষা বাহিনী। অভিযান চলাকালীন এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা। জওয়ানরা যোগ্য জবাব ফিরিয়ে দেন, তাতেই খতম হয়েছে দু’জন জঙ্গি। এখনও চলছে গুলির লড়াই।