সোদপুর, ২৬.০৪.২০: উত্তর ২৪ পরগণার পানিহাটি পুরসভার (Panihati municipality) সোদপুর (Sodpur) অঞ্চলের একটি ছোট পাড়া জীবনকৃষ্ণ চ্যাটার্জী রোড। সোদপুর (Sodpur) স্টেশন থেকে অনতি দূরে জীবনকৃষ্ণ রিকশা স্ট্যান্ডে পালা করে ১০-১২ জন রিকশাওয়ালা দাঁড়ায়। ২৩ মার্চ থেকে দেশজোড়া লকডাউনে এরা একেবারে উপার্জহীন হয়ে পড়েছে। সোদপুর স্টেশন ও মধ্যমগ্রাম রোডের কাচকল মোড়ে পর্যন্ত যাতায়াত করে মোটামুটি এমন জনা ৩০ রিকশাওয়ালার একটা খসড়া তালিকা তৈরি করে জীবনকৃষ্ণ অঞ্চলের কিছু বাসিন্দা কোনও একদিন পরিবার পিছু সামান্য কিছু মুদিখানার সামগ্রী দেওয়ার পরিকল্পনা করে। চাঁদার পরিমাণ ও অংশগ্রহণ সম্পূর্ণ স্বেচ্ছানির্ধারিত। জগদীশ অ্যাপার্টমেন্ট থেকে টোকেন বিলির সময় বোঝা গেল সংখ্যাটা ৩০-৪০-এর মধ্যে থাকবে না। কিন্তু পাড়ার মানুষজনের কমবেশি অনুদান ও অংশগ্রহণের ফলে এখনও পর্যন্ত ১৩ ও ২৬ এপ্রিল এই দু’দিন ধরে যথাক্রমে ৫০ ও ১৪০ অর্থাত্ সাকুল্যে ১৯০ জনকে চাল, ডাল, আলু, হলুদ, সোয়াবিন, মশলা ইত্যাদি বণ্টন করেছেন তাঁরা। মূল উদ্যোক্তা শুভজিত্ রায় , রাজীব চ্যাটার্জী , গৌতম বণিক , সমীরণ চক্রবর্তী, রবিন গাঙ্গুলী , তারক ঘোষ , সুতপা রায় , সোমা গাঙ্গুলী, তারক ঘোষ, শিবু ঘোষ, অলক রায়চৌধুরী ও শুভঙ্কর চ্যাটার্জী। শুভঙ্করবাবুর কাছে জানা গেল যেহেতু লকডাউনের মেয়াদ মে মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত বাড়ানো হয়েছে, তাই আগামী ১০ই মে তাঁরা আরও ২০০ জনকে সামান্য ত্রাণ দেওয়ার পরিকল্পনা নিয়েছেন। তবে জানান এই সুযোগে একই পরিবারের দুজন পাচ্ছে কিনা অথবা বিডিন্ন শিবির থেকে ত্রাণ সংগ্রহ করে কেউ মজুত করছে কিনা এই ব্যাপারে নজরদারির কোনও ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

Sodepur, 26.04.20: Residents of Jiban Krishna Chatterjee Road of Sodepur, north 24 Parganas decided to help 20-30 rickshaw pullers who are completely out of earrings during this lockdown period started from March 23rd. Accordingly they contributed money and issued tokens from Jagadish Apartment of the said locality. So far they have distributed some dry rations including rice, pulses, potatoes, turmeric powder, soybeans etc in two phases on 20th and 26th April to 50 and 140 people respectively totaling 190 people in need. The main organisers, Shubhajit Roy, Subhankar Chatterjee, Rajib Chatterjee, Rabin Ganguly, Soma Ganguly, Tarak Ghosh, Samiran Chakraborty, Tarak Ghosh, Alok Roychoudhury, Shibu and Goutam Banik when asked, expressed that they have a future plan for a bigger distribution to at least 200 persons on 10th May for which they are trying hard to collect contributions from willing people of the locality who have come forward for this noble cause.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.