বলিউড অভিনেতা ইরফান খানের অকাল-প্রয়াণে এমনিতেই শোকস্তব্ধ সমগ্র ভারত। শোকস্তব্ধ ভারতবাসীর জন্য আরও একটি দুঃসংবাদ! প্রয়াত হলেন প্রবীণ অভিনেতা ঋষি কাপুর (Rishi Kapoor)। বৃহস্পতিবার সকালে টুইট করে ঋষি কাপুরের প্রয়াণের দুঃসংবাদ জানিয়েছেন অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। অমিতাভ টুইটারে লিখেছেন, ‘ঋষি কাপুর…চলে গেলেন… এইমাত্র বিদায় নিলেন…আমি স্তব্ধ!‘
১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর মুম্বইয়ের চেম্বুরে জন্মগ্রহণ করেছিলেন ঋষি কাপুর। অভিনয়ের পাশাপাশি ডিরেক্টর এবং প্রযোজকও ছিলেন ঋষি কাপুর। ১৯৭৩ থেকে ২০০০ সালের মধ্যে কমপক্ষে ৯২টি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ঋষি।
গুরুতর অসুস্থ অবস্থায় বুধবারই মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছিল ঋষি কাপুরকে। ঋষির সঙ্গে হাসপাতালে ছিলেন তাঁর স্ত্রী নীতু সিং। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হয়েছেন ঋষি কাপুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। বেশ কয়েক বছর ধরেই ক্যান্সারে ভুগছিলেন ঋষি। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে আমেরিকা থেকে ভারতে ফিরেছিলেন ঋষি কাপুর। আমেরিকায় প্রায় এক বছর ধরে ক্যান্সারের চিকিৎসা চলেছিল। ২০১৮ সালে প্রথম জানা গিয়েছিল, ঋষি ক্যান্সারে আক্রান্ত।