ছত্তিশগড়ের (Chhattisgarh) মাওবাদী অধ্যুষিত নারায়ণপুর জেলায় মাওবাদী নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। বুধবার সকালে নারায়ণপুর জেলার ছোট্টেডোঙ্গার থানা এলাকায়, গভীর জঙ্গলের সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে একজন মহিলা মাওবাদী। তবে, দু’সংবাদ হল-মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে আহত হয়েছেন দু’জন জওয়ান। আহত জওয়ানদের মধ্যে একজন জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং অপরজন ছত্তিশগড় আর্মড ফোর্সের জওয়ান।
নারায়ণপুর (Narayanpur) -এর এসপি মোহিত গর্গ জানিয়েছেন, বুধবার সকালে নারায়ণপুর জেলার ছোট্টেডোঙ্গার থানা এলাকায়, গভীর জঙ্গলে অভিযান চালায় জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং ছত্তিশগড় আর্মড ফোর্সের যৌথ বাহিনী। অভিযান চলাকালীন কাডেমেটা পুলিশ শিবিরের কাছে লুকিয়ে আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা, এরপর নির্বিচারে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে। এরপরই মাওবাদী ও সুরক্ষা বাহিনীর মধ্যে শুরু হয় গুলির লড়াই। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজন মহিলা মাওবাদীরা, বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। আইইডি ফেটে আহত হয়েছেন দু’জন জওয়ান। ওই দু’জন জওয়ানের শারীরিক অবস্থা স্থিতিশীল।