ফেনীর সোনাগাজীতে একটি মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রের ভেতরে এক শিক্ষার্থী নুসরাত জাহানের দগ্ধ দেহ মিলেছে। পৌরশহরের সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিতে আসা গুরুতর দগ্ধ শিক্ষার্থীকে ঢাকার হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
বিবিসি বাংলা জানিয়েছে , পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় কয়েকদিন আগে তারা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করেছিল আর তার জন্য কয়েকজন মুখোশ পরা মেয়ে পরীক্ষা কেন্দ্রের ভবনের ছাদে ঐ শিক্ষার্থীকে ডেকে নিয়ে যায় ও সেখানেই পরিকল্পিতভাবে শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
দগ্ধ অবস্থায় উদ্ধার করে শিক্ষার্থীটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সদর হাসপাতালে হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানেই ভর্তি আছে। চিকিৎসকরা জানান তার শরীরের ৭০% থেকে ৮০% পুড়ে গেছে।
ঘটনাটি হত্যা করার উদ্দেশে নাকি আত্মহত্যার চেষ্টা তা নিয়ে পুলিশ তদন্ত করছে, এখনো কেউ গ্রেপ্তার হয়নি। এই ঘটনার সঙ্গে ঐ অধ্যক্ষের কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।