বন্দিদের বিদ্রোহে রণক্ষেত্রের চেহারা নিল শ্রীনগরের হাই সিকিউরিটি সেন্ট্রাল জেল। ভাঙা হল কারাগারের দরজা, জানলা। আগুন লাগিয়ে দেওয়া হয় কারাগারের ভেতরের অস্থায়ী ব্যারাকেও । কড়া নিরাপত্তায় মোড়া এই সংশোধনাগারে বন্দিদের হাতে আগুন বা লাঠি কোথা থেকে এল সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই সংশোধনাগারের কয়েকজন বন্দিকে কাশ্মীরের বাইরে স্থানান্তরিত করা হচ্ছে বলে গুজব ছড়ায়। এরপরই গতকাল বিকেল থেকে জেলের ভিতর ভাঙচুর শুরু করে বন্দিরা। সংশোধনাগারের ভেতরের একটি ব্যারাকেও আগুন লাগিয়ে দেয় তারা। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। শ্রীনগরের ডিজি কারা দিলবাগ সিংহ জানান জেলের ভিতর অস্থায়ী ব্যারাক তৈরি নিয়ে বন্দিরা প্রতিবাদ করছিল। এরপরই ঘটনা মারাত্মক রূপ নেয়। একসময় বন্দিরা সংশোধনাগারের বাইরের ঘেরা জায়গাতেও পৌঁছে যায়। এই জায়গাটি শহরের লাগোয়া হওয়ায় পরিস্থিতি সামাল দিতে সিআরপিএফ বাহিনীকে খবর দেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।