আগামী পরসু , অর্থাৎ ৭ এপ্রিল ইস্তেহার প্রকাশ করতে চলেছে বিজেপি।
বস্তুত লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়ে যাবে তার পরে পরেই। উল্লেখ্য, প্রার্থী তালিকা ঘোষণার মতোই নির্বাচনী ইস্তেহারও বিলম্বে প্রকাশ করতে চলেছে বিজেপি। সংবাদসংস্থা আইএএনএস সূত্রে খবর, গতবারের মত এবারও ৭ এপ্রিল বিজেপি ইস্তেহার প্রকাশ করবে। দলীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে।
ইতিমধ্যে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, ভোটগ্রহণ পর্বের ৪৮ ঘণ্টার মধ্যে কোনও দল ইস্তেহার প্রকাশ করতে পারবে না। ফলে এই মুহূর্তে ইস্তেহার প্রকাশ নিয়ে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে গেরুয়া শিবিরে। দলের ইস্তেহার কমিটিতে রয়েছেন ২০ জন নেতা। তাঁরা হলেন অরুণ জেটলি, পীযূষ গোয়েল, রবিশঙ্কর প্রসাদ, নির্মলা সীতারমন, শিবরাজ সিং চৌহান, মুখতার আব্বাস নকভি প্রমুখ।