করোনা নির্মূল করতে আরও বেশি পরিমাণে টেস্টিং এর প্রয়োজন বলে মনে করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন
সিং (Manmohan Singh)।
রবিবার সকালে ভিডিওতে বিবৃতি জারি করে প্রাক্তন প্রধানমন্ত্রী
মনমোহন সিং (Manmohan Singh) জানিয়েছেন, বর্তমানে গোটা দেশে যে পরিমাণ করোনা পরীক্ষা করা হচ্ছে তা,
চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়। আক্রমণাত্মক উপায় অবলম্বন করে টেস্টিং না করালে করোনা নির্মূল করা যাবে না।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ (Jayaram Ramesh) জানিয়েছেন,
বর্তমানে যে পরিমাণ টেস্টিং হচ্ছে তার তিনগুণ টেস্টিং করা আবশ্যক। দেশের মোট জনসংখ্যার
মাত্র এক শতাংশের টেস্টিং করাতে হলে অন্তত দশ লক্ষ মানুষের লালারসের পরীক্ষা করাতে হবে।