সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন অর্ণব গোস্বামী, ৩ সপ্তাহের জন্য সুরক্ষা প্রদান

সুপ্রিম কোর্টে (Supreme Court) স্বস্তি পেলেন রিপাবলিক টিভি চ্যানেলের এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামী (Arnab Goswami)। বিশিষ্ট সাংবাদিক অর্ণব গোস্বামীকে (Arnab Goswami) ৩ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান করেছে সর্বোচ্চ আদালত। এছাড়াও নাগপুরে দায়ের (নাগপুরে দায়ের হওয়া এফআইআর মুম্বইয়ে ট্রান্সফার করা হয়েছে) হওয়া একটি এফআইআর ছাড়া সমস্ত এফআইআর স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। এখানেই শেষ নয়, অর্ণব গোস্বামী (Arnab Goswami) এবং রিপাবলিক টিভিকে সুরক্ষা প্রদানের জন্য মুম্বই পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ৩ সপ্তাহের মধ্যে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানাতে পারেন অর্ণব গোস্বামী (Arnab Goswami)।


বৃহস্পতিবার ভোররাতে মুম্বইয়ে সস্ত্রীক আক্রান্ত হন অর্ণব গোস্বামী (Arnab Goswami)। আক্রান্ত হওয়ার পরই কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) বিরুদ্ধে বিষোদগার করেন অর্ণব। এরপরই দেশের বিভিন্ন রাজ্যে অর্ণবের বিরুদ্ধে মামলা দায়ের হয়। সমস্ত মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে অর্ণবও সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন। শুক্রবার সকালে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এম আর শাহ-র বেঞ্চে অর্ণবের আবেদনের প্রেক্ষিতে শুনানি শুরু হয়। অর্ণবের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতাগি।


রোহতাগি বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে মহারাষ্ট্র, ছত্তিশগড়, রাজস্থান, পঞ্জাব, তেলেঙ্গানা এবং জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) মামলা দায়ের করা হয়েছে। সমস্ত অভিযোগই একইরকম। মহারাষ্ট্রের হয়ে সওয়াল করেন আইনজীবী কপিল সিববল, কপিল বলেন, এই ধরনের মন্তব্য করে আপনি (অর্ণব গোস্বামী) সাম্প্রদায়িক হিংসায় উস্কানি দিচ্ছেন, যদি এফআইআর হয়েও থাকে। আপনি এই পর্যায়ে তা কাটাতে পারেন কীভাবে? তদন্ত হতে দিন, এতে ভুল কী? সমস্ত সওয়াল-জবাব শোনার পর, অর্ণবকে ৩ সপ্তাহের জন্য সুরক্ষা প্রদান করেছে সুপ্রিম কোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.