আত্মনির্ভরশীল হতে হবে আমাদের প্রত্যেককে, এই শিক্ষাই দিয়েছে করোনাভাইরাস মহামারী (Coronavirus epidemic)। শুক্রবার পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে দেশের সর্বত্র সরপঞ্চ (গ্রাম প্রধান)-দের সঙ্গে ভিডিও কনফারেন্সিং মারফত বার্তালাভের সময় এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী কথায়, আত্মনির্ভরশীল হতে হবে আমাদের প্রত্যেককে, এই বড় শিক্ষাই দিয়েছে করোনাভাইরাস মহামারী। করোনাভাইরাস মহামারী মোকাবিলার জন্য, সামাজিক দূরত্ব বজায় রাখতে ভারতীয় গ্রামের মন্ত্র হল ‘দু গজ দুরি‘। প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, ইতিমধ্যেই ১.২৫ লক্ষ পঞ্চায়েত এলাকায় পৌঁছে গিয়েছে ব্রডব্যান্ড পরিষেবা। শুধু তাই নয়, গ্রামগুলিতে কমন সার্ভিস সেন্টারের সংখ্যাও ৩ লাখের গণ্ডি ছাড়িয়েছে।
পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে শুক্রবার দেশের সর্বত্র সরপঞ্চ (গ্রাম প্রধান)-দের সঙ্গে ভিডিও কনফারেন্সিং মারফত কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভিডিও কনফারেন্সিংয়ে উপস্থিত ছিলেন পঞ্চায়েতি রাজ মন্ত্রী নরেন্দ্র সিং তোমারও। পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে এদিন ই-গ্রাম স্বরাজ পোর্টাল এবং একটি মোবাইল এপ্লিকেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।