ভারতে করোনা-আক্রান্ত বেড়ে ২১,৩৯৩, মৃত্যু ৬৮১ জনের : স্বাস্থ্য মন্ত্রক

ভারতে (India) করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বৃহস্পতিবার সকাল আটটার মধ্যেই ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেল। ইতিমধ্যেই ভারতে মৃত্যু হয়েছে ৬৮১ জনের। স্বস্তির বিষয় হল, করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪২৫৭ জন। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ২১,৩৯৩ জন (সক্রিয় করোনা রোগী ১৬,৪৫৪)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৮১। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৪২৫৭ জন।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ৬৮১ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ২৪ জনের মৃত্যু হয়েছে, অসমে একজনের, বিহারে দু’জনের, দিল্লিতে ৪৮ জনের, গুজরাটে ১০৩ জনের, হরিয়ানায় ৩ জনের, হিমাচল প্রদেশে একজনের, জম্মু-কাশ্মীরে ৫ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের, কর্ণাটকে ১৭ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৩ জন, মধ্যপ্রদেশে ৮০ জন, মহারাষ্ট্রে ২৬৯ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় একজনের, পঞ্জাবে ১৬ জন, রাজস্থানে ২৭ জনের, তামিলনাড়ুতে ১৮ জন, তেলেঙ্গানায় ২৩ জন, উত্তর প্রদেশে ২১ জন এবং পশ্চিমবঙ্গে ১৫ জন প্রাণ হারিয়েছেন।


দেশের অন্যান্য রাজ্যে আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম হলেও, মহারাষ্ট্রে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৫৬৫২, দিল্লিতে ২,২৪৮, তামিলনাড়ুতে ১৬২৯, কেরলে ৪৩৮, কর্ণাটকে সংক্রমিত ৪২৭ জন। অন্ধ্রপ্রদেশে ৮১৩ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১৮ জন, অরুণাচল প্রদেশে একজন, অসমে ৩৫ জন, বিহারে ১৪৩ জন, চন্ডীগড়ে ২৭ জন, ছত্তিশগড়ে ৩৬ জন, গোয়ায় ৭ জন (প্রত্যেককেই সুস্থ), গুজরাটে ২৪০৭ জন, হরিয়ানায় ২৬২ জন, হিমাচল প্রদেশে ৪০ জন, জম্মু-কাশ্মীরে ৪০৭ জন, ঝাড়খণ্ডে ৪৯ জন, লাদাখে ১৮ জন, মধ্যপ্রদেশে ১৫৯২ জন, মণিপুরে দু’জন (উইয়েই সুস্থ), মেঘালয় ১২ জন, মিজোরামে একজন, ওডিশায় ৮৩ জন, পুদুচেরিতে ৭ জন, পঞ্জাবে ২৫১ জন, রাজস্থানে ১৮৯০ জন, তেলেঙ্গানায় ৯৪৫ জন, ত্রিপুরায় দু’জন, উত্তরাখণ্ডে ৪৬ জন, উত্তর প্রদেশে ১৪৪৯ এবং পশ্চিমবঙ্গে ৪৫৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.