দিল্লীর (Delhi) হিন্দু বিরোধী দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (JNU) ছাত্রনেতা ওমর খালিদের বিরুদ্ধে FIR দায়ের করলো দিল্লী পুলিস। তার পাশাপাশি তার বিরুদ্ধে UAPA আইনেও মামলা দায়ের করা হয়েছে। এর আগে একই অভিযোগে জামিয়া কো-অর্ডিনেশন কমিটির দুই সদস্যকে গত সপ্তাহে গ্রেপ্তার করেছে দিল্লী পুলিস। তাদের বিরুদ্ধে হিন্দু বিরোধী দাঙ্গায় ষড়যন্ত্র এবং উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এর আগে জামিয়ার দুই ছাত্র মীরান হায়দার এবং সাফুরা জারগারকে গ্রেপ্তার করেছে পুলিস। সূত্রের খবর এরা উষ্কানীমূলক ভাষণ দিয়েছিল। এদের বিরুদ্ধে UAPA ধারার পাশাপাশি খুন, অপরাধমূলক ষড়যন্ত্রসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ওমর খালিদও একই অভিযোগে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ যে সে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ভারতে আসার আগে দিল্লীতে হিংসার পরিকল্পনা করেছিল। দিল্লীতে বাস পোড়ানো, অবরোধ এবং হিংসা ছড়িয়ে পড়ার পিছনে জামিয়া কো-অর্ডিনেশন কমিটি ও ওমর খালিদ পরিকল্পনা করেছিল। হিংসা ছড়িয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি ঘোরানোর পরিকল্পনা ছিল তাঁর, এমনটাই খবর। ভারতের মুসলিমরা অত্যাচারিত এবং রাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছেন তাঁরা, এটাই দেখানো উদ্দেশ্যেই এমন পরিকল্পনা করা হয়েছিল। খুব দ্রুত তাকে গ্রেপ্তার করতে পারে দিল্লী পুলিস, এমনটাই খবর।