এবার রাষ্ট্রপতি ভবনেও হানা দিল কোভিড-১৯ (Covid-19) মারণ করোনাভাইরাস (Coronavirus)। রাষ্ট্রপতি ভবনের একজন সাফাই কর্মীর আত্মীয়ের শরীরে করোনাভাইরাসের সন্ধান মিলেছে। ওই মহিলা রাষ্ট্রপতি ভবনের কর্মী নন, তিনি রাষ্ট্রপতি ভবনের একজন সাফাই কর্মীর আত্মীয়। এরপরই ১২৫টি পরিবারকে কেন্দ্রীয় স্বাস্থ্যন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেলফ-আইসোলেশনে থাকতে বলা হয়েছে। দিল্লির (Delhi) স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন (Satyendra Jain) মঙ্গলবার জানিয়েছেন, রাষ্ট্রপতি ভবনে করোনাভাইরাস (Coronavirus) -আক্রান্তের সন্ধান মিলেছে। সূত্রের খবর, সাফাই কর্মীর পুত্রবধূর মা গ্রামের বাড়িতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন, শেষকৃত্যে গিয়েছিলেন পরিবারের সদস্যরা।
অন্যদিকে, দিল্লিতে (Delhi) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৮ জন। সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, নতুন করে ৭৮ জন সংক্রমিত হওয়ার পর দিল্লিতে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০৮১। ৭৮ জনই হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদের মধ্যে ২৬ জন আইসিইউতে এবং ৫ জন ভেন্টিলেটরে।