কোভিড-১৯ (Covid-19) , মারণ করোনাভাইরাসের প্রকোপে খানিকটা বেপরোয়া ও বেমাসাল হয়ে পড়লেন আমেরিকার (America) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মার্কিন নাগরিকদের স্বার্থে এবার অভিবাসন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। যদিও, সাময়িকের জন্য।
সোমবার রাতে টুইট করে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) লিখেছেন, ‘অদৃশ্য শত্রুর আক্রমণের প্রেক্ষিতে, আমেরিকার নাগরিকদের চাকরির সুরক্ষার স্বার্থে, আমি শীঘ্রই আমেরিকায় সাময়িকের জন্য অভিবাসন বন্ধ করার জন্য নির্বাহী আদেশে সাক্ষর করব।’
প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রকোপে বেসমাল অবস্থা আমেরিকার। ইতিমধ্যেই মার্কিন মুলুকে মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। সোমবার সারাদিনেই মার্কিন মুলুকে ১,৪৩৩ জনের মৃত্যু হয়েছে। এমতাবস্থায় অভিবাসন বন্ধ করার মতো সিদ্ধান্ত নিতে চলেছেন ট্রাম্প।