ভারতে করোনা-আক্রান্ত বেড়ে ১৭,২৬৫, মৃত্যু ৫৪৩ জনের : স্বাস্থ্য মন্ত্রক

ভারতের (India) করোনাভাইরাস (Coronavirus) পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাচ্ছে। লকডাউনের মধ্যেও ভারতে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সোমবার সকাল আটটার মধ্যে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গেল। ইতিমধ্যেই ভারতে মৃত্যু হয়েছে ৫৪৩ জনের। স্বস্তির বিষয় হল, করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২,৫৪৬। জন। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ১৭,২৬৫ জন (সক্রিয় করোনা রোগী ১৪,১৭৫)এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৪৩। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ২,৫৪৬ জন। বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৫৫৩ জন এবং এই সময়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ৫৪৩ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ১৫ জনের মৃত্যু হয়েছে, অসমে একজনের, বিহারে দু’জনের, দিল্লিতে ৪৫ জনের, গুজরাটে ৬৩ জনের, হিমাচল প্রদেশে একজনের, হরিয়ানায় ৩ জনের, জম্মু-কাশ্মীরে ৫ জনের, ঝাড়খণ্ডে দু’জনের, কর্ণাটকে ১৬ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৩ জন, মধ্যপ্রদেশে ৭০ জন, মহারাষ্ট্রে ২২৩ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় একজনের, পঞ্জাবে ১৬ জন, রাজস্থানে ১৪ জনের, তামিলনাড়ুতে ১৫ জন, তেলেঙ্গানায় ১৮ জন, উত্তর প্রদেশে ১৭ জন এবং পশ্চিমবঙ্গে ১২ জন প্রাণ হারিয়েছেন।


দেশের অন্যান্য রাজ্যে আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম হলেও, মহারাষ্ট্র ও দিল্লিতে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪২০৩, তামিলনাড়ুতে ১৪৭৭, দিল্লিতে ২০০৩, কেরলে ৪০২, কর্ণাটকে সংক্রমিত ৩৯০ জন। অন্ধ্রপ্রদেশে ৬৪৬ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১৫ জন, অরুণাচল প্রদেশে একজন, অসমে ৩৫ জন, বিহারে ৯৩ জন, চন্ডীগড়ে ২৬ জন, ছত্তিশগড়ে ৩৬ জন, গোয়ায় ৭ জন, গুজরাটে ১৭৪৩ জন, হরিয়ানায় ২৩৩ জন, হিমাচল প্রদেশে ৩৯ জন, জম্মু-কাশ্মীরে ৩৫০ জন, ঝাড়খণ্ডে ৪২ জন, লাদাখে ১৮ জন, মধ্যপ্রদেশে ১৪০৭ জন, মণিপুরে দু’জন, মেঘালয় ১১ জন, মিজোরামে একজন, ওডিশায় ৬৮ জন, পুদুচেরিতে ৭ জন, পঞ্জাবে ২১৯ জন, রাজস্থানে ১৪৭৮ জন, তেলেঙ্গানায় ৮৪৪ জন, ত্রিপুরায় দু’জন, উত্তরাখণ্ডে ৪৪ জন, উত্তর প্রদেশে ১০৮৪ এবং পশ্চিমবঙ্গে ৩৩৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.