দিল্লির (Delhi) রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতাল রবিবার পরিদর্শন করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন (Harshvardhan)। উল্লেখ করা যেতে পারে এই হাসপাতালটি পুরোপুরি ভাবে করোনা রোগীদের চিকিৎসার জন্য সমর্পিত। দিল্লিতে (Delhi) এখনও পর্যন্ত করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৮৯৩। হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে এই হাসপাতলে ১৭৭ জনের চিকিৎসা চলছে। যার মধ্যে ১৭৫ জনের শরীরে করোনার সংক্রমণ মিলেছে। বাকি দুইজনের নেগেটিভ। এদের মধ্যে ১০ থেকে ১২ জনকে আইসিইউতে রাখা হয়েছে। সবার অবস্থাই স্থিতিশীল।
আশঙ্কাজনক অবস্থা কারোরই নয়। বিগত ১৪ দিনে করোনায় আক্রান্ত হওয়ার হার কমতে শুরু করেছে।যা সকলকে আশা দেখাচ্ছে।উল্লেখ করা যেতে পারে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তরফ থেকে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে মারণ এই রোগে এখনও পর্যন্ত ৫০৭ জনের মৃত্যু হয়েছে গোটা দেশে। আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫৭১২।