করোনা (Corona) পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে দ্বিতীয় দফায় জারি হয়েছে লকডাউন। এহেন পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষ গুলি। গরীব মানুষগুলোর জন্য সরকার রেশন কার্ডের মাধ্যমে রেশনের ব্যবস্থা করলেও, তাতে সমস্যা রয়েছে একাধিক। ভিন রাজ্যে কাজের তাগিদে আটকে থাকা কিংবা একই রাজ্যে থেকেও অন্য জেলায় আটকে পড়া মানুষ সমস্যায় পড়েছে রেশন কার্ড নিয়ে। নিয়মের গেরোয় মিলছে না খাবার। তাই কার্ডের সমস্যাকে দূরে সরিয়েই অভুক্ত পেটে খাবার তুলে দিতে উদ্যোগী হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। কোনওরকম কার্ড ছাড়াই গরিব মানুষ গুলির জন্য খাবারের ব্যবস্থা করার নির্দেশ দিলেন তিনি।
করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য নিজের রাজ্যে ‘টিম ইলেভেন’ গঠন করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। শুক্রবার তাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন রাজ্যের কমিউনিটি কিচেনে যত জন মানুষ আছেন তাদের প্রত্যেককে পর্যাপ্ত খাবার দেওয়ার জন্য। পাশাপাশি সবাই যাতে রেশন পান তার ব্যবস্থা করতে বলেন তিনি। যোগী বলেন, আমার রাজ্যে কেউ যেন খালি পেটে না থাকে। কার কাছে রেশন কার্ড আছে কার কাছে নেই, কার কাছে আধার কার্ড আছে কার কাছে নেই, এসব দেখার সময় এটা নয়। গ্রাম থেকে আসা মানুষ হোক বা শহর বাবিন রাজ্য। প্রত্যেকের জন্য রেশনের ব্যবস্থা করতে হবে।
পাশাপাশি ভবঘুরে মানুষদের কাছেও খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি। শুধু তাই নয়, বিগত কয়েকদিনে যোগী রাজ্যে একাধিক জায়গায় মানুষজন জমায়েতের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে আরও কড়া হওয়ার নির্দেশ দেন যোগী। এদিকে কঠোর পদক্ষেপ নিলেও উত্তরপ্রদেশে ক্রমশ বেড়ে চলেছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা শেষ পাওয়া খবরে এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৮০৫। পাশাপাশি মৃত্যু হয়েছে ১৩ জনের।