এবার বিজেপির প্রার্থী তালিকায় দল বদল করা নেতাদের ভিড় চোখে পড়ার মত। আর সেই তালিকায় প্রথমের দিকেই নাম রয়েছে সৌমিত্র খাঁ’র। তৃণমূলের সাংসদ থাকা অবস্থাতেই দলবদল করেছেন তিনি। আর তাঁকে গ্রহণ করে টিকিটও দিয়েছে বিজেপি। যদিও মামলার জেরে বিষ্ণুপুরে ঢুকে প্রচার করতে পারছেন না তিনি, তবে ব্রিগেডের মঞ্চ থেকে বার্তা দিলেন সৌমিত্র।
স্বাভাবিক ঢঙেই তৃণমূলের বিরুদ্ধে এদিন আক্রমণ শানালেন সৌমিত্র। মোদী আসার আগে ব্রিগেড থেকে দিলেন তৃণমূল বিরোধী বার্তা। বললেন, তৃণমূল করে পাপ করেছেন তিনি।
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এদিন ব্রিগেডের মঞ্চ থেকে ক্ষোভ উগরে দিলেন সৌমিত্র। বললেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো কোটিপতি হল কীভাবে?’
অভিষেকের স্ত্রী’র বিরুদ্ধে ওঠা অভিযোগের কথাও মনে করিয়ে দিলেন সৌমিত্র। বললেন, তিনি সংবাদমাধ্যমে দেখেছেন যে অভিষেকের স্ত্রী’কে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগে অভিষেকের স্ত্রী’ রুজিরার বিরুদ্ধে বিমানবন্দরে সোনা নিয়ে আসার অভিযোগ ওঠে। যদিও অভিষেক স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাঁর স্ত্রী’ কোনও সোনা আনেননি।
পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে ভোট লুঠ করার অভিযোগ তুলেছেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘তৃণমূল করে যে পাপ করেছি, বিজেপিতে এসে তার প্রায়শ্চিত্ত করছে।’
বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তাঁর বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত মামলা থাকায় কেন্দ্রে প্রবেশ করতে পারছেন না তিনি। তাই, কয়েকদিন আগেই একটি ভিডিও বার্তা দিয়েছেন বিষ্ণুপুরবাসীর জন্য। সেখানে তিন বলেছেন, ”দেওয়াল লিখন মুছে দিলেও মানুষের মন থেকে আমাকে মুছে ফেলতে পারবেন না”।