কলকাতা হাইকোর্টের বিজেপির আইনজীবী সেলের প্রায় ৩০০ জন আইনজীবী এদিন মিছিল করে রানী রাসমণি রোড ধরে ব্রিগেডের সভায় যোগ দেয়। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি আইনজীবী সেলের তরফে পার্থ ঘোষ, সরোজিৎ বন্দোপাধ্যায়, ব্রজেশ ঝা, সুস্মিতা সাহা রায় ইন্দ্রাণী ভট্টাচার্য সহ অন্যান্য আইনজীবীরা।
লোকসভা নির্বাচনের প্রথম সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি শিলিগুড়িতে শুরু থেকেই আক্রমনাত্মক ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিকে রাজ্যের উন্নয়নের স্পিডব্রেকার বলে আক্রমণ দিয়ে শুরু করে জগাই মাধাইয়ের জোট, বালাকোটে ভারতের বায়ুসেনার আক্রমণ প্রসঙ্গে চিটফান্ড মামলা, সহ একাধিক বিষয়ে নিশানা করেছেন। ২২ গজের যুযুধান লড়াইয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে বঙ্গ।
শিলিগুড়িতে প্রধানমন্ত্রীকে জবাব দিতে তৈরি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর ভাষণে তপ্ত উত্তরবঙ্গের বিজেপির কর্মী সমর্থকরা। আগামি ১১ এপ্রিল উত্তরবঙ্গে দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচন। কোচবিহার এবং আলিপুরদুয়ার। কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীর সমর্থনে নির্বাচনী জনসভায় ভাষণ যখন শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডের জনসভায় বক্তৃতা রাখেন।
চৈত্রর তীব্র দাবদাহকে উপেক্ষা করে লক্ষ মানুষের সমাগম ছিল ব্রিগেডে। এই সভার জন্য রাজ্য বিজেপি কয়েক লাখ টাকা খরচ করেছেন যাতে প্রধানমন্ত্রী ভাষণ শুনতে কর্মীদের কোন অসুবিধে যেমন না হয়। তেমনই তাদের দূর দূরান্ত থেকে নিয়ে আসতে চারটে গোটা ট্রেন ভাড়া করা হয়। যদিও জলের অভাবে বীরভূম, বাঁকুড়ার প্রচুর কর্মী সমর্থক তারা সভাস্থল ছেড়ে বেরিয়ে গিয়েছেন। কিন্তু সত্যেও মাঠ ছিল কানায় কানায় পূর্ণ।