আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়ে
আমার ভয়ভাঙা এই নায়ে ।।
মাভৈঃ বাণীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে
তোমার ওই পারেতেই যাবে তরী ছায়াবটের ছায়ে ।।

মানুষ দেখতে পেয়েছে যে সংসারের সঞ্চয় প্রতিদিন ক্ষয় হয়ে যায়। যতই ভয় ভাবনা, করি, যতই আগলে আগলে রাখি, কাল সমস্তই নষ্ট করবে– নবীন সৌন্দর্য কোথাও রাখবে না। সংসার যে বৃদ্ধকে তৈরি করছে; সে আরম্ভ করে নবীন শিশুকে নিয়ে, তার পরে একদিন বৃদ্ধ ক’রে তাকে ছেড়ে দেয়। প্রভাতের শুভ্র নির্মলতা নিয়ে সে আরম্ভ করে, তার পরে তার উপর কালের প্রলেপ দিতে দিতে তাকে নিশীথ রাত্রের কালিমায় হারিয়ে ফেলে।

অথচ এই জরার হাত থেকে মানুষকে তো রক্ষা পেতে হবে। কেমন করে পাবে, কোথায় পাবে। যেখানে চিরপ্রাণ সেইখানে পাবে। সে প্রাণের লীলার ধারা তো একসূত্রের ধারা নয়। দেখো-না কেন, রাত্রির পরে দিন নতুন নতুন পুষ্পে পুষ্পিত হয়ে প্রকাশ পাচ্ছে। দিনান্তে নিশীথের তারা নতুন করেই আপনার দীপ জ্বালাচ্ছে। মৃত্যুর সূত্রে প্রাণের মালাকর অমনি করে জীবনের ফুলকে নবীন করে গেঁথে তুলছেন। কিন্তু, সংসার একটানা মৃত্যুকে ধরে রেখেছে, সে সব জিনিসকে কেবলই ক্ষয় করতে করতে সেই অতল গহ্বরে নিয়ে গিয়ে ফেলে। কিন্তু, এই একটানা মৃত্যুর ধারা যদি চরম সত্য হত তবে তো কিছুই নতুন হয়ে উঠত না,তবে তো এত দিনে পৃথিবী পচে উঠত, তবে জরার মূর্তিই সব জায়গায় প্রকাশ পেত। সেইজন্য মানুষ উৎসবের দিনে বলে : আমি এই মৃত্যুর ধারাকে মানব না, আমি অমৃতকে চাই। এ কথাও মানুষ বলেছে : অমৃতকে আমি দেখেছি, আমি পেয়েছি, সমস্তই বেঁচে আছে অমৃতে

সুইজারল্যান্ড দেশের একটি খুব সুন্দর ,মনোরম স্থান , নাম Matterhorn , সেখানে ভারতের জাতীয় পতাকাকে প্রদর্শন করা হয়েছে ভারত , ভারত বাসীএবং প্রবাসী ভারতীয়দের করোনা সংগ্রামে প্রচন্ড লড়াইয়ের প্রতি সংহতি ও সমর্থন জানাতে। Fightagainstcorona এর মাঝে, এটা ভাল লাগে যে আমরা একা নই এবং সারা পৃথিবীর মানুষেরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছে মার ও মারীকে জয় করার জন্য ।

এই প্রসঙ্গে একটা গল্প মেন পড়ল : ভগবান বুদ্ধের মার ও মারিকে জয়ের কাহিনী

বাহুং সহস্সমভিনিম্মিত সাযুধন্তং
গিরিমেখলং উদিত ঘোর সসেন-মারং,
দানাদি ধম্ম বিধিনা জিতবা মুনিন্দো,
তন্তেজসা ভবতু তে জয়মঙ্গলানি।

যেই মুনীন্দ্র বুদ্ধ গিরি মেখলা নামক হাতির উপর সুদৃঢ় অস্ত্র শস্ত্র হস্তে আরোহনকারী সহস্র বাহু সম্পন্ন অতীব ভয়ানক সসৈন্য মারকে দানাদি বা পারমিতা দ্বারা জয় করেছিলেন, ভগবান বুদ্ধের সেই সত্যের তেজ-প্রভাবে আপনার জয়মঙ্গল হোক।

পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়-
আমি অভয় মনে ছাড়ব তরী, এই শুধু মোর দায় ।
দিন ফুরালে, জানি জানি, পৌছে ঘাটে দেব আনি
আমার দুঃখ দিনের রক্তকমল তোমার করুণ পায়ে ।।

©দুর্গেশনন্দিনী (করোনা, Fightagainstcorona, আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়ে, দুর্গেশনন্দিনী, (Durgaisandini,)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.