ত্রান বিলিতে বিজেপি (BJP) নেতাদের পুলিশি বাঁধার অভিযোগ নিয়ে অমিত শাহের দ্বারস্থ হচ্ছে পশ্চিমবঙ্গের গেরুয়া শিবিরের নেতারা। বৃহস্পতিবার ত্রান বিলি করতে গিয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে আটকে দেয় পুলিশ। গত তিনদিন ধরে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লাকে ত্রান বিলিতে বাঁধা দেওয়ায় অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়েরও একই অভিজ্ঞতা হয়েছে। রাজারহাট নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত ত্রাণ বিতরণ করতে গেলে তাঁকে গ্রেফতারের হুমকি দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। এমনটাই অভিযোগ রাজ্য বিজেপির।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পুলিশের এমন আচরণের বিরুদ্ধে মুরলিধর সেন লেন শীর্ষ নেতৃত্বের দ্বারস্থ হওয়ার ব্যাপারে মনস্থির করেছে। বিষয়টি নিয়ে ভিডিও কনফারেন্সে পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে নালিশ জানিয়েছেন মুকুল রায় সহ অন্য শীর্ষ নেতারা। এদিন রাজ্যের পরিস্থিতি নিয়ে মুকুল রায়, রাহুল সিংহ সহ দলের সাধারন সম্পাদকদের সঙ্গে বৈঠক করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। ভিডিও কনফারেন্সে রাজ্য বিজেপির নেতারা একযোগে ব্যারাকপুর ও বিধাননগড় পুলিশ কমিশনারেটের বিরুদ্ধে নালিশ জানান। সেই বৈঠকেই রাজ্য বিজেপি নেতারা দলীয় সাংসদের ত্রান বিলিতে বাঁধার অভিযোগে সরাসরি দিল্লির দারস্থ হবার সিদ্ধান্ত নিয়েছে।