প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। শুক্রবার সকাল আটটার মধ্যে ভারতে (India) করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা ১৩ ছাড়িয়ে গেল। মৃত্যুও হয়েছে ৪৩৭ জনের। তবে, ইতিমধ্যেই ভারতে করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ১,৭৪৯ জন। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ১৩,৩৮৭ জন (সক্রিয় করোনা রোগী ১১,২০১)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৩৭। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১,৭৪৯ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ৪৩৭ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ১৪ জনের মৃত্যু হয়েছে, অসমে (Assam) একজনের, বিহারে (Bihar) একজনের, দিল্লিতে (Delhi) ৩৮ জনের, গুজরাটে (Gujarat) ৩৬ জনের, হিমাচল প্রদেশে (Himachal Pradesh) একজনের, হরিয়ানায় (Haryana) ৩ জনের, জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) ৪ জনের, ঝাড়খণ্ডে দু’জনের, কর্ণাটকে (Karnataka) ১৩ জন প্রাণ হারিয়েছেন, কেরলে (Kerala) ৩ জন, মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ৫৩ জন, মহারাষ্ট্রে (Maharashtra) ১৯৪ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে (Meghalaya) একজন, ওডিশায় (Odisha) একজনের, পঞ্জাবে (Punjab) ১৩ জন, রাজস্থানে (Rajasthan) ৩ জনের, তামিলনাড়ুতে (Tamil Nadu) ১৫ জন, তেলেঙ্গানায় (Telangana) ১৮ জন, উত্তর প্রদেশে (Uttar Pradesh) ১৩ জন এবং পশ্চিমবঙ্গে (West Bengal) ১০ জন প্রাণ হারিয়েছেন।
দেশের মধ্যে মহারাষ্ট্র (Maharashtra) , দিল্লি (Delhi) ও তামিলনাড়ু (Tamil Nadu) , এই তিন রাজ্যের পরিস্থিতি এখনও সবচেয়ে উদ্বেগজনক। মহারাষ্ট্রে (Maharashtra) আক্রান্তের সংখ্যা ৩২০৫, তামিলনাড়ুতে (Tamil Nadu) ১২৬৭, দিল্লিতে (Delhi) ১৬৪০, কেরলে (Kerala) ৩৯৫, কর্ণাটকে (Karnataka) সংক্রমিত ৩১৫ জন। অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) ৫৩৪ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে (Andaman and Nicobar Islands) ১১ জন, অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) একজন, অসমে (Assam) ৩৫ জন, বিহারে (Bihar) ৮০ জন, চন্ডীগড়ে (Chandigarh) ২১ জন, ছত্তিশগড়ে (Chhattisgarh) ৩৩ জন, গোয়ায় (Goa) ৭ জন, গুজরাটে (Gujarat) ৯৩০ জন, হরিয়ানায় (Haryana) ২০৫ জন, হিমাচল প্রদেশে (Himachal Pradesh) ৩৫ জন, জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) ৩১৪ জন, ঝাড়খণ্ডে (Jharkhand) ২৮ জন, লাদাখে (Ladakh) ১৮ জন, মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ১১২০ জন, মণিপুরে (Manipur) দু’জন, মেঘালয় (Meghalaya) ৭ জন, মিজোরামে (Mizoram) একজন, ওডিশায় (Odisha) ৬০ জন, পুদুচেরিতে ৭ জন, পঞ্জাবে (Punjab) ১৮৬ জন, রাজস্থানে (Rajasthan) ১১৩১ জন, তেলেঙ্গানায় (Telangana) ৭০০ জন, ত্রিপুরায় (Tripura) দু’জন, উত্তরাখণ্ডে (Uttarakhand) ৩৭ জন, উত্তর প্রদেশে (Uttar Pradesh) ৮০৫ এবং পশ্চিমবঙ্গে (West Bengal) ২৫৫ জন।