করোনা ভাইরাস (Corona virus) যাতে ছড়িয়ে না পড়ে, সে কারণে দেশে লক ডাউন (Lock down) ঘোষণা করা হয়েছে। কোনোরকম জমায়েতের ওপর জারি রয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু মুসলিম জনতার একাংশ সেই বিধি নিষেধ না মেনেই মসজিদে নামাজ পড়ছিলেন। কিন্তু তা রুখতে এবার কড়া পদক্ষেপ নিলো কর্ণাটক (Karnataka) সরকার। লক ডাউন (Lock down) চলাকালীন পাঁচবার নামাজ, রমজান মাসে ইফতার পার্টি নিষিদ্ধ ঘোষণা করা হলো। এক নির্দেশিকা জারি করে একথা জানিয়েছে সে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর এবং হজ কমিটি।
এক নির্দেশিকায় মসজিদে নামাজের পাশাপাশি ইফতার পার্টির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে যে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে মসজিদ, দরগা, ইমামবাড়া ইত্যাদি ধর্মীয় স্থানের ওপর। সেইসঙ্গে আসন্ন রমজান মাসে ইফতার পার্টির ওপর নিষেধাজ্ঞা থাকবে। এই নিষেধাজ্ঞা আগামী ৩রা মে পর্যন্ত বলবৎ থাকবে। সরকারের নির্দেশিকা মেনে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতেই এই নির্দেশিকা বলে জানান হয়েছে। প্রসঙ্গত, রাজ্যে লক ডাউন উপেক্ষা করে একাধিক মসজিদে নামাজ পড়ার ঘটনা ঘটছে। ফলে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছেই। তা রুখতেই এই পদক্ষেপ বলে মত অনেকের।