শিলিগুড়ি থেকে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন সভামঞ্চে দাঁড়িয়ে প্রথমে বাংলাভাষায় আগত কর্মী-সমর্থকদের স্বাগত জানান তিনি। বক্তব্যের শুরু থেকেই মমতা বন্দ্যোপাধায়ের উদ্দেশে কড়া ভাষায় আক্রমণ করেন মোদী। দেখুন একনজরে-
- আজ অনেকগুলো ক্যামেরা দিল্লি থেকে বাংলায় এসেছে। এখানে ক্যামেরাগুলো থাকলে দেখা যেত, জনসমুদ্র। আপনাদের ধন্যবাদ জানাই।
- মমতা বন্দ্যোপাধ্যায়ের নৌকা ডুবতে চলেছে। এত লোক দেখেই তা বোঝা যাচ্ছে।
- এই মাটি বীরের মাটি। এখনও দেশকে দিশা দেখানোর জন্য আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
- অন্য রাজ্যের যা যা উন্নয়ন হয়েছে, তা এ রাজ্যে হয়নি। কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রী ‘স্পিড-ব্রেকার’। দিদির জন্যই এ রাজ্যের উন্নতি হয়নি। কেন্দ্রের সব জনমুখী প্রকল্পকে এ রাজ্যে বাস্তবায়িত হতে দেননি দিদি।
- দিদির সরকার গরিবদের টাকা লুঠ করেছে। গরিবদের ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনা খরচে চিকিৎসা হবে। কিন্তু সেই চিকিৎসা প্রকল্পে বাধা দিয়েছেন দিদি। রাজ্যের ৭০ লক্ষ কৃষকদের উন্নতির জন্য কেন্দ্রের প্রকল্পে ব্রেক দিচ্ছেন মমতা।
- বাংলা আমাকে যা ভালোবাসা দিচ্ছে, তার জন্য মাথানত করে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যা ভালোবাসা দিচ্ছেন, তাতে দিদির রাতের ঘুম চলে যাবে।
- সমস্ত বাধা দূর করে চৌকিদার কাজ করেছে। আপনাদের শুভেচ্ছাতেই এত কাজ করেছি। আপনাদের শুভেচ্ছাতেই এগিয়ে যাব। আপনাদের চা-ওয়ালা এখানকার চা বাগানের উন্নতিও করব। খালি এই ‘স্পিড-ব্রেকার’ সরে যাওয়ার অপেক্ষা করছি।
- বালাকোটে আমাদের বায়ুসেনা ঘরে ঢুকে জঙ্গিদের মেরেছে। কিন্তু এই ঘটনার পর পাকিস্তান না কেঁদে কাঁদছে বিরোধী দল। ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোরের মানুষও ততটা কষ্ট পায়নি, যতটা কষ্ট কলকাতায় বসে দিদি পেয়েছে। দেশের সবার এই বায়ুসেনা হামলা ভালো লাগলেও দিদির ভালো লাগেনি। বিরোধী দলগুলো এই ঘটনায় এত জোরে জোরে কেঁদেছে যে পাকিস্তানে হিরো বনে গেছে।
- কংগ্রেস সেনাকে বিশ্বাস করে না। কংগ্রেস ইস্তাহারে যা বলেছে, তাতে সেনার হাত-পা বাঁধা হয়ে যাবে। গোর্খাদের আশ্বস্ত করছি, বিশ্বাস রাখুন, কারও কোনও ক্ষতি হবে না। এ বারের লড়াই চৌকিদারের সঙ্গে দাগীদের লড়াই।
- একজন অনুপ্রবেশকারীকেও ছাড়া হবে না। এনআরসি নিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝানো হয়েছে। এই ভোট আপনাদের সম্মান বাঁচানোর। সেনাবাহিনীর সম্মান বাঁচানোর। দেশকে বাঁচানোর জন্য ভোট দিন। চৌকিদারের হাতেই দেশের উন্নতি হবে।