রাজ্য (state)সরকারের তালিকায় করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তদের সংখ্যা না বাড়লেও, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৩১। সেরে উঠেছেন ৪২ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা সংক্রামিত হয়েছেন ১৮ জন। বুধবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৮ জন।
কিন্তু, বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) পাশে নিয়ে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা (Rajiv Sinha)জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে করোনা অ্যাকটিভ ১৩২ জন। বাকি ৫০ জনের করোনা সংক্রমণ নিয়ে ধন্দ রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী রাজ্যে করোনা অ্যাকটিভ সংখ্যা হওয়ার কথা ১৮২ জন। যা রাজ্যের দেওয়া তথ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। রাজ্য এবং কেন্দ্রের তথ্যের মধ্যে ফারাক রয়েছে অনেকটাই।
কিন্তু পশ্চিমবঙ্গের করোনা ভাইরাসে (corona virus)আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা নিয়ে কোনও মতানৈক্য নেই কেন্দ্র ও রাজ্যের। দুই তালিকাতেই রাজ্যের সাতজন করে করোনা প্রান্তের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। তবে পশ্চিমবঙ্গের বিরোধী দল কংগ্রেস, বামফ্রন্ট ও বিজেপি একযোগে অভিযোগ করছে সাতজনের থেকে অনেক বেশি সংখ্যায় মানুষ মারা গিয়েছেন করোনা সংক্রমণের কারণে। কিন্তু গোটা বিষয়টিকে লুকিয়ে রাখছে মমতা বন্দোপাধ্যায়ের সরকার।