বার্ধক্য ভাতা ও বিধবা ভাতাতে অতিরিক্ত টাকা পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ পটাশপুরে (Potashpur)। ঘটনায় আটক এক পোস্টমাস্টার।
করোনা (Corona) আতঙ্কের মাঝেই নতুন প্রতারণা চক্র ফাঁস! জানা গিয়েছে, ফাঁদ পেতে বহু টাকা আত্মসাৎ করেছেন অভিযুক্ত পোস্টমাস্টার। বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার প্রাপকরা এতদিন পর্যন্ত ভাতা হিসেবে ৬০০ টাকা করে পেতেন। কিন্তু সেই টাকা বর্তমানে সরকার বাড়িয়ে হাজার টাকা করেছে। বাড়তি টাকা পাওয়ার জন্য নতুন করে তালিকা পাঠাতে হবে। এই অজুহাতে পটাশপুর ২ ব্লকের চন্দনপুর পোস্ট অফিসের পোস্টমাস্টার বাড়ি বাড়ি ঘুরে নাম তোলার জন্য টাকা নিতে শুরু করেন। অভিযোগ, পোস্টমাস্টার ভিগুরাম বহু মানুষের কাছে এভাবেই টাকা তুলেছেন।
খবর জানাজানি হতেই নড়েচড়ে বসেন এলাকার বাসিন্দারা। বুধবার সকাল থেকে তারা ওই পোস্ট অফিসের সামনে জমায়েত হতে থাকেন। শুরু হয় পোস্টমাস্টারকে ঘিরে বিক্ষোভ। অবশেষে গ্রামবাসীরা পোস্ট মাস্টারকে ভেতরে রেখেই পোস্ট অফিসে তালা ঝুলিয়ে দেন। অভিযুক্ত পোস্ট মাস্টারকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।