এই মুহূর্তের বড় খবর, তাবলিগ জামাত আমীর মৌলানা সাদকে দিল্লী ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করেছে।অবশ্য টেকনিক্যাল টার্ম ধরলে বুক করেছে। স্বস্তির খবর ইতিমধ্যেই কেন্দ্রীয় নিয়ন্ত্রাধীন দিল্লী পুলিশ মৌলানা সাদ এর ওপর ৩০৪ ধারা অর্থাৎ অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে। এই ধারায় মামলা হওয়ায় জামিনের সুযোগ একেবারেই নেই বললেই চলে। প্রসঙ্গত এই মৌলানা সাদ উস্কানি মূলক বক্তব্য রাখেন এবং তার সদস্য কর্মীদের নিয়মিত মসজিদে এসে নামাজ আদায়ের জন্য উৎসাহিত করেন। মার্কাজে তখন প্রায় ১৫০০ বিদেশী ব্যাক্তির খোঁজ পাওয়া যায় এবং তাদের মধ্যে প্রচুর সংখ্যক লোক করোনা পজিটিভ পাওয়া যায়।
ক্রমে তারা গণ সংক্রামিত হয়ে পড়েন এবং সারাদেশে ছড়িয়ে পড়েন। অর্থাৎ সারাদেশে কমিউনিটি সংক্রমনের হারকে অতি দ্রুত বাড়িয়ে তোলেন। সারা দেশজুড়ে তাদের খোঁজে তল্লাশি চালিয়ে প্রায় ৬০০ জামাতি কে করোনা সংক্রামিত পাওয়া যায় এবং কয়েক হাজার লোককে কোভিড সন্দেহে কোয়ারেনটাইনে ঢোকানো হয়। এখনো কয়েক হাজার জামাতি কর্মীর কোনো খোঁজ নেই এবং আশঙ্কা এটাই যে তাদের ইচ্ছাকৃত অনিয়মের ফলেই সারাদেশ এক বিশাল সংকটের সামনে দাঁড়িয়ে আছে।