৩ এপ্রিল৷ একই দিনে রাজ্যে তিনটি হাইভোল্টেজ সভা৷ দুটি প্রধানমন্ত্রীর, একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর৷ শিলিগুড়ি এবং ব্রিগেডে মোদীর জনসভার উত্তাপ তো রয়েছেই, সেইসঙ্গে কোচবিহারের দিনহাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা থেকে পাল্টা কোন বার্তা দেন তিনি, সেইদিকেও তাকিয়ে রয়েছে সকলে৷
লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, বিভিন্ন দলের প্রচার পর্বেও তাঁর প্রভাব পড়ছে৷ বাংলাকে পাখির চোখ করে একই দিনে দু-দুটি সভা করবেন মোদী৷ শিলিগুড়িতে দুপুর ১টা নাগাদ এবং ব্রিগেডে বেলা ৩টে নাগাদ ভাষণ দেবেন তিনি৷ গত ১৯ জানুয়ারি ব্রিগেড সভা করেছিলেন মমতা৷ তার সমর্থনে হাজির হয়েছিলেন ২২ দলের প্রতিনিধিরা৷ এবার সেই সভাকে টেক্কা দিয়ে গোরুয়া শিবির ইতিহাস রচনা করতে পারে কিনা সেই দিকে নজর রয়েছে সকলের৷
ব্রিগেডে ইতিমধ্যেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷ কড়া নিরাপত্তা ব্যবস্থা৷ আর তারই মাঝে ধরা পড়ছে বিজেপির কর্মী সমর্থকদের উল্লাস৷ ট্রেন থেকে বাস যে যেভাবে পারছেন সেভাবেই ব্রিগেডের পথে পা বাড়িয়েছেন৷ মোদীর এই সভাকে কেন্দ্র করেই আবার মাঠে পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা৷ কোথাও মোদীর ছবি দেওয়া ফ্রেম, তো কোথাও ম্যায় ভি চৌকিদার লেখা টুপি৷ ইতিমধ্যেই হ্য়াশট্যাগ ম্যায় ভি চৌকিদার নিয়ে মোদী সোশ্যাল মিডিয়ায় শুরু করে দিয়েছেন ক্যাম্পেন৷ আর এই বাজারে সেই হ্য়াশট্যাগই ফের সমর্থকদের মুখে মুখে৷ বেরিয়ে গিয়েছে ম্যায় ভি চৌকিদার লেখা টুপিও৷ আর সেই টুপি মাথায় কর্মী সমর্থকেরা ব্রিগেডের পথে৷
প্রসঙ্গত, দুপুর ১ টায় বাগডোগরায় পৌঁছবেন মোদী৷ সেখান থেকে মূলমঞ্চে যাবেন তিনি৷ শিলিগুড়ির সভাশেষে বিমানে করে কলকাতায় আসবেন মোদী৷ সেখান থেকে ব্রিগেডে বিকেল ৪টে নাগাদ ব্রিগেডের মঞ্চে বক্তব্য পেশ করবেন তিনি৷ আর এই দুই হাইভোল্টেজ সভার পাশাপাশি কোচবিহারের দিনহাটায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷