করোনাভাইরাসের (corona virus)সংক্রমণ রুখতে লকডাউনের(lock down) মেয়াদ বৃদ্ধি করা হয়েছে আগামী ৩ মে পর্যন্ত। লকডাউনের মেয়াদ বৃদ্ধি হওয়ার পরবর্তী দিনই জারি হল নির্দেশিকা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইন অনুযায়ী, পরিবহণে নিষেধাজ্ঞা থাকছেই, একইসঙ্গে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও আগামী ৩ মে পর্যন্ত বন্ধ থাকছে সিনেমা হল, শপিং মল, শপিং কমপ্লেক্স, ব্যমাগার, স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল, বার প্রভৃতি।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, আগামী ৩ মে পর্যন্ত আন্তঃরাজ্য, আন্তঃজেলায় যাতায়াত, মেট্রো ও বাস পরিষেবা নিষিদ্ধ। ৩ মে পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার, অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উড়ান পরিষেবা এবং ট্রেন পরিষেবাও বাতিল থাকছে। এছাড়াও সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া, ধর্মীয় অনুষ্ঠান, প্রার্থনা স্থান বন্ধ থাকবে।
লকডাউনের মধ্যে খোলা থাকবে মুদির দোকান, ফল, সবজির দোকান, দুধের বুথ, পোলট্রি, মাংস এবং মাছের বাজার। ২০ এপ্রিলের পর খোলা থাকবে হাইওয়ে ধাবা, ট্রাক মেরামত দোকান, সরকারি কার্যক্রমের জন্য কল সেন্টার।
2020-04-15