ফের রাজ্যকে(state) ফের চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry)। তাতে আবারও বলা হয়েছে, কোনও কোনও ধর্মস্থানে এখনও অপ্রয়োজনে জমায়েত চলছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের (Disaster Management Act) আওতায় এই চিঠি লেখা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে উদ্দেশ্য করে লেখা এই চিঠিতে বলা হয়েছে, রাজ্যের নানা জায়গায় লকডাউনের নিয়ম মানা হচ্ছে না। বিভিন্ন জায়গায় অপ্রয়োজনে জমায়েত করছেন মানুষ। শিলিগুড়িতে এমন অনেক দোকান খোলা রাখা হয়েছে, যেগুলি জরুরি পণ্যের দোকান নয়। একইসঙ্গে চিঠিতে লেখা হয়েছে, মুর্শিদাবাদেও কিছু অপ্রয়োজনীয় ধর্মীয় জমায়েত করা হচ্ছে।
চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে, লকডাউন যাতে যথাযথ ভাবে মানা হয়, সে বিষয়ে রাজ্যেকে পদক্ষেপ নিতে হবে। ভবিষ্যতে এমন যাতে আর না হয়, সে জন্য জেলা প্রশাসন ও সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সমস্ত রাজ্য প্রশাসনকেই চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে, লকডাউনের সমস্ত বিধি-নিয়ম যেন মানা হয়। বিশেষ করে বলা হয়েছে পণ্যপরিবহণের জন্য চলা ট্রাকের গতিবিধি নিয়ন্ত্রণের কথা। কোয়ারেন্টাইনে থাকা মানুষদের উপর বিশেষ নজরদারি যাতে লঙ্ঘিত না হয়, সে ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার মুর্শিদাবাদ জেলার কান্দির একটি মসজিদে জুম্মার নামাজের সময় ব্যাপক সমাগম হয় বলে একটি ভিডিও প্রকাশ্যে আসে। শেষমেষ মুর্শিদাবাদ জেলা পুলিশের শীর্ষ আধিকারিক গিয়ে মসজিদের ইমামকে অনুরোধ করেন লকডাউনের সময় যেন মসজিদে এমন জনসমাগম না হয়।