২৪ ঘন্টায় ৩৫ বেড়ে ভারতে মৃত্যু ৩০৮ জনের, করোনা-আক্রান্ত ৯১৫২

ভারতে (India) রোজই বাড়ছে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ভারতে করোনা-পরিস্থিতি আরও উদ্বেগজনক হল। ২৪ ঘন্টার মধ্যেই ভারতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৫ জনের। ফলে ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩০৮। স্বস্তির বিষয় হল-ইতিমধ্যেই ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৮৫৬ জন


সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৯১৫২ জন। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩০৮। তবে আশার কথা, এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৮৫৬ জন


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ৩০৮ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) ৭ জনের মৃত্যু হয়েছে, অসমে (Assam) একজনের, বিহারে (Bihar) একজনের, দিল্লিতে (Delhi) ২৪ জনের, গুজরাটে (Gujarat) ২৫ জনের, হিমাচল প্রদেশে (Himachal Pradesh) একজনের, হরিয়ানায় (Haryana) ৩ জনের, জম্মু-কাশ্মীরে (Kashmir) ৪ জনের, ঝাড়খণ্ডে (Jharkhand) দু’জনের, কর্ণাটকে (Karnataka) ৬ জন প্রাণ হারিয়েছেন, কেরলে দু’জন, মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ৩৬ জন, মহারাষ্ট্রে (Maharashtra) ১৪৯ জনের মৃত্যু হয়েছে, ওডিশায় একজনের, পঞ্জাবে (Punjab) ১১ জন, রাজস্থানে (Rajasthan) ৩ জনের, তামিলনাড়ুতে (Tamil Nadu) ১১ জন, তেলেঙ্গানায় (Telangana) ৯ জন, উত্তর প্রদেশে (Uttar Pradesh) ৫ জন এবং পশ্চিমবঙ্গে (West Bengal) ৭ জন প্রাণ হারিয়েছেন।

আক্রান্তের নিরিখে সর্বাগ্রে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে (Maharashtra) আক্রান্তের সংখ্যা ১৯৮৫, তামিলনাড়ুতে (Tamil Nadu) ১০৪৩, দিল্লিতে (Delhi) ১১৫৪, কেরলে (Kerala) ৩৭৬, কর্ণাটকে (Karnataka) সংক্রমিত ২৩২ জন। অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) ৪২৭ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে (Andaman and Nicobar Islands) ১১ জন, অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) একজন, অসমে (Assam) ২৯ জন, বিহারে (Bihar) ৬৪ জন, চন্ডীগড়ে (Chandigarh) ২১ জন, ছত্তিশগড়ে (Chhattisgarh) ৩১ জন, গোয়ায় (Goa) ৭ জন, গুজরাটে (Gujarat) ৫১৬ জন, হরিয়ানায় (Haryana) ১৭৫ জন, হিমাচল প্রদেশে (Himachal Pradesh) ৩২ জন, জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) ২৪৪ জন, ঝাড়খণ্ডে (Jharkhand) ১৯ জন, লাদাখে (Ladakh) ১৫ জন, মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ৫৬৪ জন, মণিপুরে দু’জন, মিজোরামে একজন, ওডিশায় (Odisha) ৫৪ জন, পুদুচেরিতে (Puducherry) ৭ জন, পঞ্জাবে (Punjab) ১৫১ জন, রাজস্থানে (Rajasthan) ৮০৪ জন, তেলেঙ্গানায় (Telangana) ৫০৪ জন, ত্রিপুরায় (Tripura) দু’জন, উত্তরাখণ্ডে (Uttarakhand) ৩৫ জন, উত্তর প্রদেশে (Uttar Pradesh) ৪৮৩ এবং পশ্চিমবঙ্গে (West Bengal) ১৫২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.