হুগলীর তারকেশ্বর থানার কেশবচকের তুল্যান গ্ৰামে বিজেপি কর্মীর মাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে তৃণমূল তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে।
হুগলীর বত্রিশ নম্বর জেলাপরিষদ এলাকার বিজেপি যুব মোর্চার সভাপতি মানু বাগের বাড়ি তারকেশ্বরের তুল্যান গ্ৰামে। হকারির কাজের মালপত্র আনতে আজ সকালে কলকাতায় যান মানু বাগ। সকাল দশটা নাগাদ তৃণমূল আশ্রিত দুজন দুষ্কৃতি তার বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। মানু বাগ কেন বিজেপি করে এই নিয়ে কথা কাটাকাটির পর মানু বাগের মা কাজল বাগকে গলা টিপে ধরে। মারধর করে গলার, কানের গহনা ছিনতাই করে নেয়। এমনকি শ্লীলতাহানি ও করে বলে অভিযোগ। এ বিষয়ে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ করা হয়।
এই ঘটনার পর আরামবাগ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গনেশ চক্রবর্তীর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুই দুষ্কৃতি মানু বাগ না থাকায় তার মা কাজল বাগকে মারধর করে। গহনা ছিনতাই করে, শ্লীলতাহানি ও করে।