লকডাউন পরিস্থিতিতে হাজারো সমালোচনার মুখে পড়তে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi)। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন এর মেয়াদ বৃদ্ধি করেছেন তিনি। কেন্দ্রীয় সরকারের নেওয়া এই সিদ্ধান্তের ফলে যে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ ভারতের মতো দেশে নিয়ন্ত্রণে রাখা গেছে। গাজর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব লভ আগারওয়াল। লকডাউন পরিস্থিতি জারি করা না হলে দেশে আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ পার হয়ে যেত বলেই মত প্রকাশ করেছেন তিনি।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল বলেন, “২২ মার্চ জনতা কার্ফু ঘোষণা করা হয়েছিল। ২৫ মার্চ থেকে আমাদের দেশে লকডাউন (lockdown)চলছে। আমাদের কাছে একটা স্ট্যাটিসটিক্স রয়েছে। তাতে দেখা যাচ্ছে, যদি লকডাউন ও করোনা সংক্রমণে নির্দিষ্ট পরিকল্পনা না নেওয়া হত তাহলে এই সংক্রমণের হার ৪১ শতাংশ হত। ফলে এতদিনে সংক্রামিতের সংখ্যা হত ২ লক্ষ ৮ হাজার ৫৪৪। যদি লকডাউন না নিয়ে শুধুমাত্র পরিকল্পনা করে সংক্রমণ রোখার চেষ্টা করা হত, তাহলে এই সংক্রমণ ২৯ শতাংশ হারে বেড়ে এতদিনে হত ৪৫ হাজার ৩৭০।”