দাপট বাড়িয়ে দিনে দিনে ভারতে (india)বাড়ছে করোনা ভাইরাসের (Coronavirus) আক্রান্তের সংখ্যা, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। রবিবার সকাল পর্যন্ত সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮,৩৫৬। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৪ জনের। সারা দেশে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৩৪ জন। পশ্চিমবঙ্গে আরও ১৮ জন নতুন করে সংক্রমিত হয়েছেন বলে জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত, এই ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছিল ১ হাজার ৩৫ জন। যা এখনও পর্যন্ত রেকর্ড। তার তুলনায়, শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত এই সময়ে অবশ্য সংক্রমণ সামান্য কম বলেই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রক। সংক্রমণের নিরিখে সারা দেশে এখনও পর্যন্ত প্রথমেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে ১ হাজার ৭৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন। সেখানে ১২৭ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতেও করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার পেরিয়ে গিয়েছে। তারপরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে করোনা আক্রান্ত ৯৬৯ জন। গোটা দেশের নিরিখে চতুর্থ স্থানে উঠে এসেছে রাজস্থান। সেখানে করোনা ধরা পড়েছে ৭০০ জনের। এর পর রয়েছে মধ্যপ্রদেশ ৫৩২ জন।