নিগৃহীত দিদি, আক্রান্ত ভাই – লকডাউন-এ সোশ্যাল ডিসটেন্স সম্পর্কে সতর্ক করার এ কী মাশুল

এলাকাভিত্তিক হটস্পট চিহ্নিত করে সেগুলিকে সিল করলেই করোনা ভাইরাসের মোকাবিলা করা যাবে না। এজন্য প্রয়োজন গোটা রাজ্যে লকডাউন আরও কড়া ভাবে জারি করা। এমনই মনে করছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকার। এই অবস্থায় লকডাউনের (Lockdown) মধ্যে কয়েকশো মানুষের জমায়েত হচ্ছিল বারুইপুরের (Baruipur) পুরাতন বাজার এলাকার এক তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কার্যালয়ের সামনে। এটা দেখার পরই প্রতিবাদ করতে গিয়েছিলেন বারুইপুর (Baruipur) বৈদ্য পাড়ার বাসিন্দা এক পরিবারের দুজন। তাঁরা সম্পর্কে দিদি ও ভাই। ওই পরিবারের দাবি, প্রথমে প্রতিবাদ করতে যান দিদি, কিন্তু সচেতন হওয়ার পরিবর্তে তাঁকে গালিগালাজ করতে থাকেন তৃণমূল কর্মীরা। এমনকি তাঁকে ধাক্কা মেরেও সরিয়ে দেওয়া হয়।

 এখন প্রশ্ন হল কেন সেই জমায়েত এবং কে সেই জমায়েত আবাহন করল?

 শনিবার সকালে বারুইপুর (Baruipur) বৈদ্য পাড়ার স্থানীয় তৃণমূল নেতা বিভাস সর্দারের উদ্যোগে এলাকার টোটো এবং অটো চালকদের জমায়েত হয়। স্বাস্থ্য বিধিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই প্রচুর লোকের এই জমায়েতে এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা দেবযানী (Debjani) এবং তার ভাই বাপ্পা  (Bappa) এর প্রতিবাদ জানায়।

দিদিকে নিগৃহীত হতে দেখে বাঁচাতে যান তাঁর ভাইএরপরই তাঁকেও ঘিরে ধরে বেধড়ক মারধোর করে জমায়েতকারীরা।  চলে কিল-চড় ঘুসি এমনকী মেরে মাথা ফাঠিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে রক্তাক্ত হয়ে ওই যুবক মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত যুবককে উদ্ধার করে, বারুইপুর মহকুমা হাসপাতালে (Baruipur Hospital) চিকিৎসার জন্য পাঠান। ওই যুবকের মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। পরে আক্রান্ত বাপ্পা পাল বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কে রয়েছেন ওই পরিবার।

এ বিষয়ে বাপ্পা পাল (Bappa Pal) বলেন, সকালবেলা আমাদের বাড়ির সামনে স্থানীয় যুবকরা জটলা করছিল, পাশাপাশি টোটোর লম্বা লাইন ছিলকরোনা (Corona) পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আমার দিদি ঘর থেকে বেরিয়ে সচেতন করতে গিয়েছিল। কিন্তু তার উপরে আক্রমণ করে তাকে মারধর করা হলে  আমি তাকে উদ্ধার করতে যাই তখন আমাকেও বেধড়ক মারধর করে।

 জমায়েতের যে কজন স্থানীয় ছিলেন তারা অনেকেই সক্রিয় তৃনমূল কর্মী এবং তাদের বিরুদ্ধেই মাথা ফাটানোর অভিযোগ করেছেন আক্রান্ত ব্যাক্তি। যেখানে লকডাউন (Lockdown) নিয়ে মানুষকে সচেতন করার দায়িত্ব এলাকার পৌরপ্রতিনিধিদের, সেখানে বারুইপুরের (Baruipur) পৌরপ্রতিনিধিরা এত উদাসীন কেন? মূখ্যমন্ত্রীর এত ঘোষনার পরে অনেক সাধারণ মানুষ ঘরে থাকলেও, হুশ নেই এলাকার তৃনমূল কর্মী ও পৌরপ্রতিনিধিদের। ধিক্কারে সরব নাগরিক সমাজ।

দিদির সাবধান বাণীকে অগ্রাহ্য করে বেপরোয়া এ কোন ভাইয়েরা যারা দিদিকেই নিগৃহীত করে? বাংলার সাধারণ মানুষ সন্ত্রস্ত এই ঘটনা দেখে।

https://zeenews.india.com/bengali/state/a-women-hackled-at-sonarpur_309782.html

https://www.amaderbharat.com/the-woman-and-her-brother-beaten-they-were-protesting-against-the-mob-in-front-of-the-house/

http://calcuttanews.tv/protester-attacked-by-tmc-worker-during-lockdown-in-baruipur/

Sister humiliated Brother Injured – What a price to pay to for creating awareness on Social Distancing at Lockdown

Identifying hotspots by region and sealing them can not be dealt with the Corona virus. That is why lockdowns in the entire state need to be tightened. It seems like that’s the thinking of the Mamata Banerjee led government of Bengal. In this situation, hundreds of people were gathered in the lockdown situation at a Trinamool Congress office in the old market area of ​​Baruipur. After seeing this, brother and sister duo from a family living in Baidya Para, at Baruipur, went to protest. The sister went to protest at first, but instead of being aware, the TMC activists started abusing her . She was pushed away and removed.

Now the question is why the gathering and who carried out the gathering?

On Saturday morning, Toto and auto drivers gathered in the area at the behest of Vibhas Sardar, a local TMC leader at Baridpur Vaidya Para. A lot of people gather ignoring the health warning practically undermining present lockdown situation . The area became terrified. Local resident Devajani and his brother Bappa protested.

Her brother protested while seeing humiliation of his sister .Then the crowd gathered around him and started beating him violently. He was beaten black & blue with bricks were thrown to him for which he received severe head injury .After receiving the news that the young man was lying on the ground, the police of Baruipur police rushed to the spot and rescued the injured and sent them to Baruipur sub-divisional hospital for treatment. The young man had several stitches on his head. Later, Bappa Pal filed a written complaint at Baruipur police station. The family has been in trauma & panic since the incident.

About this, Bappa Pal said, in the morning, in front of our house local youths who are mostly toto or auto drivers were flocking in large numbers . As it might increase the risk of Corona so my sister went out to raise awareness to maintain social distance, but when they attacked her and beat her,I went to rescue her and they have started beating me black & blue .

Many of the locals gathered in numbers are active TMC activists and the attacked person is alleged to file FIR implicating those party workers . Where the municipal representatives in the area are responsible for making people aware of the lockdown, why are the municipal representatives of Baruipur so indifferent? After the Chief Minister’s announcement, many ordinary people were in the house, but there was no dearth of enthusiasm for the TMC activists and municipal representatives in the area. Even civil society is condemning it .

Ignoring Didi’s cautionary remarks, reckless are many of her party workers activists who does not even hesitate to attack a sister of such an unfortunate brother In Bengal.Ordinary people are terrified looking at this incidents

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.