শ্রী যামিনী রায় (Shri Jamini Roy) (১১ এপ্রিল, ১৮৮৭ — ২৪ এপ্রিল, ১৯৭২)
জন্মদিনে শিল্পীকে শ্রদ্ধার্ঘ্য। বাঁকুড়া জেলার প্রথিতযশা চিত্রশিল্পী তিনি, যিনি গ্রামীণ পটশিল্পকে বিশ্ব-শিল্পমঞ্চে অমর করে দিয়েছিলেন। ইউরোপীয় আকাদেমিক শৈলীর বিপ্রতীপে তখন ভারতবর্ষে (India) দেশীয় পুরাণ ও মহাকাব্যিক ‘মিথ’-এর প্রবাহমান ধারায় শিল্পকর্মের প্রদর্শন হচ্ছে; সেই ধারায় না গিয়ে তিনি তৃতীয় ধারা অর্থাৎ গ্রামদর্শনের ধারা বা লোকায়ত ধারায় আপনাকে নিয়োজিত করলেন যামিনী রায় (Jamini Roy)।
2020-04-11