মাত্র ১২ ঘন্টার মধ্যেই ভারতে(india) করোনাভাইরাসে(corona virus) আক্রান্ত হয়েছেন ৫৪৭ জন, এই অল্প সময়ের মধ্যেই মৃত্যু হয়েছে ৩০ জন। ফলে ভারতে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত এবং মৃতের সংখ্যা বেড়ে হল যথাক্রমে ৬৪১২ এবং ১৯৯। স্বস্তির বিষয় হল-ইতিমধ্যেই ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৫০৪ জন।
শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল ন’টা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৬৪১২ জন। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৯। তবে আশার কথা, এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৫০৪ জন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ১৯৯ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৪ জনের মৃত্যু হয়েছে, বিহারে একজনের, দিল্লিতে ১২ জনের, গুজরাটে ১৭ জনের, হিমাচল প্রদেশে একজনের, হরিয়ানায় ৩ জনের, জম্মু-কাশ্মীরে ৪ জনের, কর্ণাটকে ৫ জন প্রাণ হারিয়েছেন, কেরলে দু’জন, মধ্যপ্রদেশে ১৬ জন, মহারাষ্ট্রে ৯৭ জনের মৃত্যু হয়েছে, ওডিশায় একজনের, পঞ্জাবে ৮ জন, রাজস্থানে ৩ জনের, তামিলনাড়ুতে ৮ জন, তেলেঙ্গানায় ৭ জন, উত্তর প্রদেশে ৪ জন এবং পশ্চিমবঙ্গে ৫ জন প্রাণ হারিয়েছেন।এখনও সর্বাধিক আক্রান্ত মহারাষ্ট্রেই। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৩৬৪, তামিলনাড়ুতে ৮৩৪, দিল্লিতে ৭২০, কেরলে ৩৫৭, কর্ণাটকে সংক্রমিত ১৮১ জন। অন্ধ্রপ্রদেশে ৩৪৮ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১১ জন, অরুণাচল প্রদেশে একজন, অসমে ২৯ জন, বিহারে ৩৯ জন, চন্ডীগড়ে ১৮ জন, ছত্তিশগড়ে ১০ জন, গোয়ায় ৭ জন, গুজরাটে ২৪১ জন, হরিয়ানায় ১৬৯ জন, হিমাচল প্রদেশে ১৮ জন জম্মু-কাশ্মীরে ১৫৮ জন, ঝাড়খণ্ডে ১৩ জন, লাদাখে ১৫ জন, মধ্যপ্রদেশে ২৫৯ জন, মণিপুরে দু’জন, মিজোরামে একজন, ওডিশায় ৪৪ জন, পুদুচেরিতে ৫ জন, পঞ্জাবে ১০১ জন, রাজস্থানে ৪৬৩ জন, তেলেঙ্গানায় ৪৪২ জন, ত্রিপুরায় একজন, উত্তরাখণ্ডে ৩৫ জন, উত্তর প্রদেশে ৪১০ এবং পশ্চিমবঙ্গে ১১৬ জন।
2020-04-10