১২ ঘন্টায় আক্রান্ত ৫৪৭ জন, ভারতে মৃত্যু ১৯৯ জনের : স্বাস্থ্য মন্ত্রক

মাত্র ১২ ঘন্টার মধ্যেই ভারতে(india) করোনাভাইরাসে(corona virus) আক্রান্ত হয়েছেন ৫৪৭ জন, এই অল্প সময়ের মধ্যেই মৃত্যু হয়েছে ৩০ জন। ফলে ভারতে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত এবং মৃতের সংখ্যা বেড়ে হল যথাক্রমে ৬৪১২ এবং ১৯৯। স্বস্তির বিষয় হল-ইতিমধ্যেই ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৫০৪ জন।
শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল ন’টা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৬৪১২ জন। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৯। তবে আশার কথা, এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৫০৪ জন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ১৯৯ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৪ জনের মৃত্যু হয়েছে, বিহারে একজনের, দিল্লিতে ১২ জনের, গুজরাটে ১৭ জনের, হিমাচল প্রদেশে একজনের, হরিয়ানায় ৩ জনের, জম্মু-কাশ্মীরে ৪ জনের, কর্ণাটকে ৫ জন প্রাণ হারিয়েছেন, কেরলে দু’জন, মধ্যপ্রদেশে ১৬ জন, মহারাষ্ট্রে ৯৭ জনের মৃত্যু হয়েছে, ওডিশায় একজনের, পঞ্জাবে ৮ জন, রাজস্থানে ৩ জনের, তামিলনাড়ুতে ৮ জন, তেলেঙ্গানায় ৭ জন, উত্তর প্রদেশে ৪ জন এবং পশ্চিমবঙ্গে ৫ জন প্রাণ হারিয়েছেন।এখনও সর্বাধিক আক্রান্ত মহারাষ্ট্রেই। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৩৬৪, তামিলনাড়ুতে ৮৩৪, দিল্লিতে ৭২০, কেরলে ৩৫৭, কর্ণাটকে সংক্রমিত ১৮১ জন। অন্ধ্রপ্রদেশে ৩৪৮ জন, আন্দামাননিকোবর দ্বীপপুঞ্জে ১১ জন, অরুণাচল প্রদেশে একজন, অসমে ২৯ জন, বিহারে ৩৯ জন, চন্ডীগড়ে ১৮ জন, ছত্তিশগড়ে ১০ জন, গোয়ায় ৭ জন, গুজরাটে ২৪১ জন, হরিয়ানায় ১৬৯ জন, হিমাচল প্রদেশে ১৮ জন জম্মু-কাশ্মীরে ১৫৮ জন, ঝাড়খণ্ডে ১৩ জন, লাদাখে ১৫ জন, মধ্যপ্রদেশে ২৫৯ জন, মণিপুরে দু’জন, মিজোরামে একজন, ওডিশায় ৪৪ জন, পুদুচেরিতে ৫ জন, পঞ্জাবে ১০১ জন, রাজস্থানে ৪৬৩ জন, তেলেঙ্গানায় ৪৪২ জন, ত্রিপুরায় একজন, উত্তরাখণ্ডে ৩৫ জন, উত্তর প্রদেশে ৪১০ এবং পশ্চিমবঙ্গে ১১৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.