ঘোরতিমিরঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে

জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নতনয়নে অনিমেষে

https://m.facebook.com/story.php?story_fbid=10157874091485638&id=561985637&sfnsn=wiwspwa&extid=NuXJYKqcrQHT8DEz

বন্যা হোক, খরা হোক বা ভূমিকম্প , দেশের মানুষের ওপর যখনই কোনো দূর্যোগ ঘনিয়ে এসেছে, প্রণবানন্দজী মহারাজ (Pranavanandaji Maharaj) প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সঙ্ঘ (Bharat Seva Sharam Sangh) নিজেদের সর্বস্ব উজার করে পীড়িত মানুষের সেবার নিজেদের নিয়োজিত করেছেন। 
https://m.facebook.com/story.php?story_fbid=10157863776400638&id=561985637&sfnsn=wiwspwa&extid=pgstb35kWOGT6knv

 করোনার (Corona) করাল গ্রাস থেকে দেশবাসীকে সুরক্ষিত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী দেশজুড়ে ২১ দিনের  লকডাউন ঘোষণা করেছেন । দিনা আনা দিন খাওয়া মানুষেরা অথৈই জলে পড়েছেন। যদিও কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়েই এদের পাশে দাঁড়ানোর ঘোষণা করেছেন তবে বাস্তবে এই রাজ্যের নিরন্ন মানুষের কাছে প্রয়োজনের তুলনায় খাদ্য পৌঁছেছে যৎসামান্য


https://www.facebook.com/561985637/posts/10157863627870638/?sfnsn=wiwspwa&extid=15SGIbMjpxWdpnn9V

এই অবস্থায় ভারত সেবাশ্রম সঙ্ঘ (Bharat Seva Sharam Sangh) এই আর্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। বালীগঞ্জ (Ballygunge) স্থিত সঙ্ঘের মূল কার্যালয় থেকে প্রতিদিন ৩০০০০(ত্রিশ হাজার) মানুষের মধ্যে ভাত ও  তরকারী বিতরণ করা হচ্ছে বাইপাস সন্নিহিত নোনা ডাঙ্গা পোড়া বস্তি,মাতঙ্গিনী হাজরা কলোনী, পঞ্চান্ন গ্রাম, চায়না বস্তি টেম্পল, ভাই ভাই ক্লাব এলাকার বস্তি, ধাপা এলাকা, বালীগঞ্জ স্টেশন, জামিরলেন, ব্যান্ডেল গেট, কালীঘাট, টালিগঞ্জ ও দক্ষিণ কলকাতার বিভিন্ন পথবাসী এলাকায়।


https://www.facebook.com/561985637/posts/10157870227380638/?sfnsn=wiwspwa&extid=0l37OAwCkBzpLlaA

 সঙ্ঘের সব শাখা মিলিয়ে  প্রতিদিন প্রায় ৬০০০০ নিরন্ন মানুষের মুখে অন্নের যোগান পৌচ্ছে যাচ্ছে। সঙ্ঘের শাখা সমূহ  – বর্ধমান, দূর্গাপুর, ডায়মন্ড হারবার, বাজিতপুর বনগাঁ, হোড়খালি , ডোকরা, তিত্তর, শিলিগুড়ি, মালদা, পুরুলিয়া, আলিপুরদুয়ার ও শতাধিক মিলন মন্দির সহ দিল্লী, মুম্বাই, হরিদ্বার, জম্মু কাশ্মীর, বারাণসী , গয়া , হায়দরাবাদ, পুষ্কর, আমেদাবাদ, কলোল ইত্যাদি শাখা থেকেও বুভুক্ষু মানুষের মধ্যে চাল, ডাল, আলু, তরকারী বিতরণ করা হচ্ছে। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজী মহারাজ জনতা জনার্দ্দন কে সঙ্ঘের পাশে দাঁড়ানোর জন্য সনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন।

https://www.facebook.com/100002035696876/posts/2821285251282637/?sfnsn=wiwspwa&extid=bbJvaT3MHITEOVYl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.