পাকিস্তানি সেনা সীমান্তে আবারও যুদ্ধ বিরতি লঙ্ঘন করে জম্মু কাশ্মীরের শাহপুর, পুখরনি নওশেরা সমেত আরও দুটি যায়গায় ফায়ারিং শুরু করে। পাকিস্তানের চালানো গুলির মোক্ষম জবাব দেয় ভারতীয় সেনা। ভারতীয় সেনার পাল্টা হানায় খতম হয় পাকিস্তানের আট রেঞ্জার্স। আর তাঁর সাথে পাকিস্তানের সাতটি সেনা ছাউনিও গুঁড়িয়ে দেয় ভারত।
আপনাদের জানিয়ে রাখি সোমবারও পাকিস্তান পুঞ্ছ, শাহপুর, কিরনি সমেত আরও পাঁচটি যায়গায় যুদ্ধ বিরতি লঙ্ঘন করে। পাকিস্তানি সেনা ভারতীয় সেনা ছাউনি এবং জনবসতি পূর্ণ এলাকায় ফায়ারিং করে। পাকিস্তানের এই ফায়ারিং এ বিএসএফ এর এক জওয়ান শহীদ হন। তাছাড়াও এক শিশু এবং এক মহিলার মৃত্যু হয় পাকিস্তানের গুলির আঘাতে!
তাছাড়াও ভারতীয় সেনার পাঁচ জওয়ান এবং ১৪ জন গ্রামবাসী সমেত মোট ১৯ জন গম্ভীর রুপে আহত হন। পাকিস্তানের এই কাপুরুষের মত হামলায়, সীমান্তের আশেপাশের এলাকা গুলোতে আতঙ্কের সৃষ্টি হয়। ভারতীয় সেনার পাল্টা জবাবে পাকিস্তানের সাতটি সেনা ছাউনি ধ্বংস হয়, এবং আট পাকিস্তানি রেঞ্জার্স খতম হয়।
পাকিস্তানি সেনা সোমবার সকাল সাতটা থেকে পুঞ্ছ, শাহপুর, কিরনি, মন্ধার এলাকা গুলোকে নিশানা করে গুলি চালাতে থাকে। পাকিস্তানের এই কাপুরুষের কাজ আজ মঙ্গলবার ও সীমান্তের অনেক এলাকায় জারি থাকে।