হাওড়া লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত জোর কদমে প্রচার চালাচ্ছেন হাওড়া লোকসভা এলাকায়। আজ হাওড়া পুরসভার ১,২ আর ৩ নং ওয়ার্ডে তিনি প্রচারে বেড়িয়ে সবার কাছে ভোট চান। ওনার সাথে ভারতীয় জনতা পার্টির উত্তর হাওড়া মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী ছায়া দেবীও প্রচারে বেড়িয়ে সবাইকে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য আবেদন করেন। শ্রীমতী ছায়া দেবী ওনার মহিলা সঙ্গীদের সাথে নিয়ে রন্তিদেব মহাশয়ের জন্য মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছেন।
হাওড়া কেন্দ্রে বিজেপির প্রার্থী বিশিষ্ট হিন্দুত্ববাদী সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত এর জনপ্রিয়তা অন্য প্রার্থীদের থেকে অনেক বেশি। মানুষ ওনাকে স্বতঃস্ফূর্ত ভাবে সারাও দিচ্ছে। রন্তিদের মহাশয়ের সাথে প্রচারে রাজ্য বিজেপির নেতা উমেশ রায়, বিজেপি মণ্ডল সভাপতি সনথ চক্রবর্তী, যুব মোর্চা সভাপতি আনন্দ দুনে, যুব নেতা বিবেক সিং ও অন্যান্য নেতৃত্ব এবং কর্মীরা বেড়িয়েছেন।বিজেপির প্রার্থী রন্তিদেব বাবু রাজ্যে মহিলা শক্তি বৃদ্ধির জন্য বিশেষ ভাবে জোর দিচ্ছেন। উনি সবার বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কি কাজ করেছে, আর কেন ওনারা বিজেপিকে ভোট দেবেন সেটা বোঝাচ্ছেন। হাওড়া এলাকায় রন্তিদেব বাবুর জনপ্রিয়তা দেখে বিরোধী দলের প্রার্থীদের ঘাম ছুটছে।