ভারতে (india) করোনাভাইরাসে(Coronavirus) মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবার ফের বাড়ল সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ন’টা পর্যন্ত ভারতে কোভিড-১৯ (covid-19)ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৫,৭৩৪ জন। শুধুমাত্র বিগত ২৪ ঘন্টাতেই আক্রান্ত হয়েছেন ৫৪০ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল ন’টা পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ৫,৭৩৪ জন। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৬। তবে আশার কথা, এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৪৭৩ জন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ১৬৬ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৪ জনের মৃত্যু হয়েছে, বিহারে একজনের, দিল্লিতে ৯ জনের, গুজরাটে ১৬ জনের, হিমাচল প্রদেশে একজনের, হরিয়ানায় ৩ জনের, জম্মু-কাশ্মীরে ৪ জনের, কর্ণাটকে ৫ জন প্রাণ হারিয়েছেন, কেরলে দু’জন, মধ্যপ্রদেশে ১৩ জন, মহারাষ্ট্রে ৭২ জনের মৃত্যু হয়েছে, ওডিশায় একজনের, পঞ্জাবে ৮ জন, রাজস্থানে ৩ জনের, তামিলনাড়ুতে ৮ জন, তেলেঙ্গানায় ৭ জন, উত্তর প্রদেশে ৪ জন এবং পশ্চিমবঙ্গে ৫ জন প্রাণ হারিয়েছেন।এখনও সর্বাধিক আক্রান্ত মহারাষ্ট্রেই, তারপরই তামিলনাড়ু। মহারাষ্ট্রে(Maharashtra)আক্রান্তের সংখ্যা ১১৩৫, তামিলনাড়ুতে (Tamil Nadu)৭৩৮, দিল্লিতে (Delhi)৬৬৯, কেরলে(Kerala)৩৪৫, কর্ণাটকে (Karnataka)সংক্রমিত ১৮১ জন। অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh)৩৪৮ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে(Andaman and Nicobar Islands) ১১ জন, অরুণাচল প্রদেশে(Arunachal Pradesh) একজন, অসমে(asam) ২৮ জন, বিহারে (Bihar)৩৮ জন, চন্ডীগড়ে(Chandigarh) ১৮ জন, ছত্তিশগড়ে (Chhattisgarh)১০ জন, গোয়ায়(goa) ৭ জন, গুজরাটে(Gujarat) ১৭৯ জন, হরিয়ানায়Haryana) ১৪৭ জন, হিমাচল প্রদেশে (Himachal Pradesh)১৮ জন জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir)১৫৮ জন, ঝাড়খণ্ডে (Jharkhand)৪ জন, লাদাখে(Ladakh)১৪ জন, মধ্যপ্রদেশে (Madhya Pradesh)২২৯ জন, মণিপুরে দু’জন, মিজোরামে একজন, ওডিশায়(Odisha) ৪২ জন, পুদুচেরিতে (Puducherry)৫ জন, পঞ্জাবে (panjab)১০১ জন, রাজস্থানে(rajastan) ৩৮১ জন, তেলেঙ্গানায় (Telangana)৪২৭ জন, ত্রিপুরায় (Tripura)একজন, উত্তরাখণ্ডে (Uttarakhand)৩৩ জন, উত্তর প্রদেশে (Uttar Pradesh)৩৬১ এবং পশ্চিমবঙ্গে(West Bengal) ১০৩ জন।
2020-04-09