ভারতে করোনায় আক্রান্ত বেড়ে ৫,১৯৪, মৃত্যু ১৪৯ জনের: স্বাস্থ্য মন্ত্রক

পরিস্থিতি দিন দিন ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে। লকডাউনের মধ্যেও দেশে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রশ্ন উঠছে, লকডাউনের মেয়াদ কী ফের বাড়ানো হবে? এই অবহেই ফের বাড়ল সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। বুধবার (৮ এপ্রিল) সকাল ন’টা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৫,১৯৪ জন। শুধুমাত্র বিগত ২৪ ঘন্টাতেই আক্রান্ত হয়েছেন ৭৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৩৫ জনের। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল ন’টা পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ৫,১৯৪ জন। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৯। তবে আশার কথা, এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৪০১ জন


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ১৪৯ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৪ জনের মৃত্যু হয়েছে, বিহারে একজনের, দিল্লিতে ৯ জনের, গুজরাটে ১৩ জনের, হিমাচল প্রদেশে একজনের, হরিয়ানায় ৩ জনের, জম্মু-কাশ্মীরে দু’জনের, কর্ণাটকে ৪ জন প্রাণ হারিয়েছেন, কেরলে দু’জন, মধ্যপ্রদেশে ১৩ জন, মহারাষ্ট্রে ৬৫ জনের মৃত্যু হয়েছে, ওডিশায় একজনের, পঞ্জাবে ৭ জন, রাজস্থানে ৩ জনের, তামিলনাড়ুতে ৭ জন, তেলেঙ্গানায় ৭ জন, উত্তর প্রদেশে ৩ জন এবং পশ্চিমবঙ্গে ৫ জন প্রাণ হারিয়েছেন।


এখনও সর্বাধিক আক্রান্ত মহারাষ্ট্রেই, তারপরই তামিলনাড়ুমহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১০১৮, তামিলনাড়ুতে ৬৯০, দিল্লিতে ৫৭৬, কেরলে ৩৩৬, কর্ণাটকে সংক্রমিত ১৭৫ জন। অন্ধ্রপ্রদেশে ৩০৫ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১০ জন, অরুণাচল প্রদেশে একজন, অসমে ২৭ জন, বিহারে ৩৮ জন, চন্ডীগড়ে ১৮ জন, ছত্তিশগড়ে ১০ জন, গোয়ায় ৭ জন, গুজরাটে ১৬৫ জন, হরিয়ানায় ১৪৭ জন, হিমাচল প্রদেশে ১৮ জন জম্মু-কাশ্মীরে ১১৬ জন, ঝাড়খণ্ডে ৪ জন, লাদাখে ১৪ জন, মধ্যপ্রদেশে ২২৯ জন, মণিপুরে দু’জন, মিজোরামে একজন, ওডিশায় ৪২ জন, পুদুচেরিতে ৫ জন, পঞ্জাবে ৯১ জন, রাজস্থানে ৩২৮ জন, তেলেঙ্গানায় ৩৬৪ জন, ত্রিপুরায় একজন, উত্তরাখণ্ডে ৩১ জন, উত্তর প্রদেশে ৩২৬ এবং পশ্চিমবঙ্গে ৯৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.