করোনা ভাইরাস (Corona virus)বিশ্ব মহামারির তকমা পেয়ে আরও শক্তিশালী রূপ নিয়েছের ঘায়েল করছে দেশের পর দেশ। সেই তালিকায় রয়েছে ভারতও, যেখানে প্রতিদিন শুধুই বেড়ে চলেছে সংক্রমণ, বাড়ছে মৃত্যুও। মঙ্গলবার সকালের তথ্য সেই ছবি দিয়েছে।
শেষ ২৪ ঘণ্টায় ৩৫৪টি নতুন করোনা সংক্রমণের ঘটনা এবং ৫ নতুন মৃত্যু সামনে এসেছে, এমন তথ্যই দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। বর্তমানে ভারতে (india)করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৪২১ জন, মৃত ১১৪ জন।
সকাল সাড়ে নয়’টা পর্যন্ত ভারতে করোনা পজিটিভের সংখ্যা ৪৪২১ জন। যার মধ্যের রয়েছে ৩৯৮১টি সক্রিয় ঘটনা, তেমনই ৩২৫ জনকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এদিন সকাল অবধি মৃতের সংখ্যা বেড়ে ১১৪ জন।
স্টেজ ২ নাকি স্টেজ ৩, তা নিয়ে জল্পনা রয়েছে। ভারতে কমিউনিটি ট্রান্সমিশন এখনও শুরু হয়নি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে, সংখ্যাটা যেভাবে বাড়ছে, তাতে আর স্থির থাকা সম্ভব হচ্ছে না। এভাবে পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকলে লকডাউনও তোলা সম্ভব হবে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে।
সোমবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে চাঞ্চল্যকর রিপোর্ট আরও চিন্তা বাড়িয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, একদিনেই আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে ৭০৪। ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই প্রথমবার একদিনে এত সংক্রমণের ঘটনা ঘটেছে ভারতে।
করোনা পরিস্থিতির জন্য আর্থিক ধাক্কার মুখে পড়তে চলেছে গোটা বিশ্ব। ভারতও তার ব্যতিক্রম নয়। আর সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সবরকমের চেষ্টা জারি রেখেছে সরকার। আর এটাও তারই একটা পদক্ষেপ। বেতন কমছে সব রাজ্যের রাজ্যপালদের।
প্রত্যেকেই নিজেদের ইচ্ছেয় বেতন কমিয়েছেন। শুধু তাই নয়, সাংসদ তহবিলের টাকা দেওয়ার স্কিম আপাতত বন্ধ করে দেওয়া হচ্ছে। আপাতত ২ বছরের জন্য স্থগিত করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, সাংসদ তহবিলের ৭৯০০ কোটি টাকা যাবে করোনা মোকাবিলার ফান্ডে।
ইতিমধ্যেই আর্থিক পরিস্থিতি সামাল দিতে ৩০ শতাংশ বেতন কমিয়ে দেওয়া হয়েছে সাংসদদের। সোমবার সংসদে এই সংক্রান্ত একটি অর্ডিন্যান্স পাশ হয়েছে।