এই মুহর্তে লক্ষ্য ও সঙ্কল্প একটাই, সেটা হল মারণ করোনাভাইরাসের বিরুদ্ধে জয়লাভ করা। সোমবার বিজেপির ৪০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং মারফত বার্তায় এমনই মন্তব্য করেছেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিজেপির প্রতিষ্ঠা দিবস এমন সময় একটা এলো, যখন শুধুমাত্র আমাদের দেশ নয় গোটা বিশ্ব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। মানবতা সঙ্কটের মুখে, এই প্রতিকূল সময়ে দেশের প্রতি আমাদের ভক্তিই পথ সুগম করছে।’প্রধানমন্ত্রীর কথায়, ‘সুগম পদ্ধতির মাধ্যমে দ্রুত কাজ করছে ভারত, শুধুমাত্র ভারতীয়রা নন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও প্রসংশা করেছে। সমস্ত দেশকে একত্রিত হয়ে এই লড়াই করা উচিত, তাই সার্ক গোষ্ঠীভুক্ত দেশ এবং জি২০ বৈঠকে ভারতের সক্রিয় অংশগ্রহণ ছিল।’ প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় ভারতের প্রচেষ্টা বিশ্ববাসীর সামনে একটি উদাহরণ স্থাপন করেছে। এই রোগের গুরুত্ব বুঝে এবং সময়ের মধ্যে লড়াই করার ক্ষেত্রে ভারতই অন্যতম দেশ। ভারত বেশ কিছু সিদ্ধান্তও নিয়েছে এবং তা বাস্তবায়নের জন্য যথাসাধ্য চেষ্টা করেছে।’লকডাউন-পরিস্থিতি এবং ১৩০ কোটি দেশবাসীর ভূয়সী প্রসংশা করে প্রধানমন্ত্রী বলেছেন, লকডাউন চলাকালীন ভারতের মতো বৃহত্তম দেশের নাগরিকরা যে পরিপক্কতা দেখিয়েছেন, তা অভূতপূর্ব। কেউ ভাবতেই পারেননি দেশবাসী এতটা আনুগত্য দেখবেন। প্রধানমন্ত্রীর কথায়, আজ দেশের একটাই লক্ষ্য-একটাই সঙ্কল্প, যেভাবেই হোক এই যুদ্ধ থেকে জয়লাভ করতেই হবে। রবিবার রাতের মোমবাতি, প্রদীপ প্রজ্বলন আহ্বান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘রবিবার রাত ন’টায় আমাদের দেশের ১৩০ কোটি নাগরিকের একত্রীকরণের শক্তি সম্পর্কে আমরা অভিজ্ঞতা অর্জন করেছি। সমাজের প্রতিটি শ্রেণী এবং বয়সের মানুষেরা ঐক্য প্রদর্শন করেছেন এবং করোনার বিরুদ্ধে লড়াইয়ে সংকল্পকে জোরদার করেছেন।’
2020-04-06