বাংলাদেশ (Bangladesh) থেকে যোগ দেওয়া তাবলীগ জামাত সদস্যদের মসজিদে তালাবন্দি করলো বাংলাদেশ (Bangladesh) সরকার। করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে, তার জন্যই এই পদক্ষেপ নিলো বাংলাদেশ সরকার। তাদেরকে ঢাকার দুটি মসজিদে রাখা হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশের নাগরিক যেমন রয়েছেন, তেমনি রয়েছেন পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার নাগরিকরা।
ভারতের নিজামুদ্দিনের (Nizamuddin) তাবলীগ জামাতের সম্মেলনে এই প্রচারকরা যোগ দিয়েছিলেন। কিন্তু ভারতে তাবলীগ জামাত সদস্যদের মাধ্যমে করোনা সংক্রমণ ব্যাপক ছড়িয়ে পড়ে। তারফলে কোনো ঝুঁকি নিতে চায়নি বাংলাদেশ সরকার। আপাতত, ৩২১ জনের মধ্যে দুটি দলে ভাগ করে দুটি মসজিদে রাখা হয়েছে। একটি দলকে রাখা হয়েছে ঢাকার কাকরাইল জামে মসজিদে এবং অন্য একটি দলকে রাখা হয়েছে যাত্রাবাড়ীর কলাপট্রি মদিনা জামে মসজিদে। সবসময় প্রশাসনের নজরদারি।